পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্ত লাগোয়া গ্রামে প্রচারে সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

প্রচারে বেরিয়ে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শুনলেন স্বরূপনগর বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল ৷ সেই সঙ্গে প্রতিপক্ষ তৃণমূলের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক বীণা মণ্ডলকেও চ্যালেঞ্জ ছুড়লেন তিনি ৷

west bengal assembly election 2021 Biswajit Mandal CPIM candidate of Swarupnagar is campaigning in border area villages
সীমান্ত লাগোয়া গ্রামে প্রচারে সিপিআইএম’র স্বরূপনগর প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল

By

Published : Mar 18, 2021, 10:10 PM IST

বসিরহাট, 18 মার্চ : নির্বাচনী প্রচারে বেরিয়ে বৃহস্পতিবার সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শুনলেন স্বরূপনগর বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল। জয়ী হলে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি। এদিন সকাল সকাল দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দত্তপাড়া, শারাফুল, ডাকবাংলো, গোবিন্দপুর প্রভৃতি গ্রামে ভোট প্রচারে যান সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী । দোকান ও বাড়ি বাড়ি গিয়ে করজোড়ে আশীর্বাদ চেয়ে নেন তিনি । শোনেন তাঁদের অভাব অভিযোগের কথা ।

স্বরূপনগর বিধানসভা কেন্দ্র থেকে এবারে সংযুক্ত মোর্চার তরফে প্রার্থী করা হয়েছে সিপিআইএমের নবাগত বিশ্বজিৎ মণ্ডলকে । পেশায় আইনজীবী হিসেবে পরিচিত তিনি । তাঁর প্রতিপক্ষ হিসেবে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের দু'বারের জয়ী বিধায়ক বীণা মণ্ডল । প্রচারে নেমে ইতিমধ্যে বিপক্ষদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল । সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা তৃণমূলকে নিশানা করেছেন সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল । এদিন প্রচারের ফাঁকে তিনি বলেন, ‘‘আমফানের টাকা লুঠ করেছে তৃণমূল নেতারা । প্রকৃত ক্ষতিগ্রস্তরা আমফানের ক্ষতিপূরণের টাকা । বদলে সেই টাকা গিয়েছে শাসকদলের নেতাদের পকেটে । সেই সঙ্গে তৃণমূল ও বিজেপি উভয়ই বিভাজন, মেরুকরণের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী । তাঁর কথায়, ‘‘প্রচারে আমরা সেই সমস্ত কথায় তুলে ধরছি ।’’

সীমান্ত লাগোয়া গ্রামে প্রচারে সিপিআইএম’র স্বরূপনগরের প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল

আরও পড়ুন :প্রতিপক্ষ একটাই বিজেমূল, আশাবাদী বামপ্রার্থী সবুজ


বিশ্বজিৎ মণ্ডল আরও বলেন, ‘‘প্রচারে গিয়ে যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাতে জয়ের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত । জিতলে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ।’’ প্রসঙ্গত, দু’দিন আগেই ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোবিন্দপুর গ্রামে গিয়ে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী ও স্বরূপনগরের বিদায়ী বিধায়ক বীণা মণ্ডল ।এবার একই এলাকায় প্রচারে গিয়ে ভোট প্রার্থনা করলেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল।

ABOUT THE AUTHOR

...view details