অশোকনগর, 17 মার্চ : আগামী 27 মার্চ থেকে বঙ্গে শুরু বিধানসভা নির্বাচন ৷ তার আগে প্রায়ই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে৷ এবার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের প্রচার বৈঠকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমা বামুনিয়া এলাকার ৷ এই ঘটনায় তিন জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ ।
মঙ্গলবার রাত সাড়ে 8টা ৷ গুমা বামুনিয়া এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে প্রচার সংক্রান্ত বৈঠক চলছিল ৷ সেই সময়ই অশোকনগর বিধানসভার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়ের উপর স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ ৷ আইএসএফ কর্মীদের অভিযোগ, বাড়ি লক্ষ্য করে ইঁট, পাথর ছুড়তে থাকে তৃণমূল কর্মীরা ৷ এমনকি মোর্চা কর্মীদের উপর হামলার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে ৷ রাতেই অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা । পরে মধ্যরাতে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেয় পুলিশ ৷ আশ্বস্ত হয়ে মোর্চা কর্মী সমর্থকরা বিক্ষোভ তুলে নেন ৷ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ ৷ আজ তাদের বারাসত আদালতে তোলা হয় ৷