পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘আমরা যা বলি তাই করি’, সিএএ নিয়ে ঠাকুরনগরে বললেন অমিত শাহ - CAA

মতুয়া-আন্দোলনের গর্ভগৃহ থেকে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ৷ সরাসরি বললেন, ‘‘আমরা যা বলি তাই করি৷’’

অমিত শাহ
অমিত শাহ

By

Published : Feb 11, 2021, 5:19 PM IST

Updated : Feb 11, 2021, 10:04 PM IST

ঠাকুরনগর, 11 ফেব্রুয়ারি : মতুয়া-আন্দোলনের গর্ভগৃহ থেকে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ৷ সরাসরি বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না হারবেন, ততক্ষণ তিনি বারবার ঠাকুরনগরে আসবেন৷’’

উত্তর 24 পরগনার ঠাকুরনগরে মতুয়াদের সংখ্যা বেশি৷ ওই এলাকা বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ সেখানকার সাংসদ শান্তনু ঠাকুর বিজেপির সদস্য৷ ফলে তিনি দীর্ঘদিন ধরেই ঠাকুরনগরে অমিত শাহের সভা করার পরিকল্পনা করছিলেন৷ গত 30 জানুয়ারি অমিত শাহের সভা হওয়ার কথা ছিল ঠাকুরনগরে৷ কিন্তু দিল্লিতে ইজয়ারেল দূতাবাসের অদূরে বিস্ফোরণের জন্য অমিত শাহের সেই সভা বাতিল হয়৷

এদিন তাই সভার শুরুতে অমিত শাহের মুখে সেই কথা উঠে এসেছে৷ তিনি বলেন, শান্তনুকে বলেছিলাম যে ঠাকুরনগরে আসব৷ আগেরবার আসতে পারিনি৷’’ কিন্তু তাঁর কাছ থেকে উপস্থিত জনতা যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শুনতে চায়৷ তাই তিনি দেরি না করে এই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন৷

তিনি বলেন, ‘‘2018 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন নাগরিকত্ব আইন সংশোধন করব৷ মতুয়াদের নাগরিকত্ব দেব৷ 2019 সালে মতুয়ারা আমাদের ভোট দিয়েছেন৷ আমরা সঙ্গে সঙ্গে আইন করেছি৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কার্যকরে বাধা দান করার হুমকি দিচ্ছেন৷ কিন্তু আমরা যা বলি তাই করি৷’’ এর পর তিনি জানান যে কোরোনার কারণে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করতে দেরি হচ্ছে৷ তবে দেশজুড়ে কোরোনার টিকাকরণের কাজ শেষ হলেই এই আইন কার্যকর হবে৷

এদিন একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন তিনি৷ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দেওয়া সুবিধা সাধারণ মানুষকে পেতে দিচ্ছে না বলে আবারও অভিযোগ করেছেন তিনি৷ পাশাপাশি জানিয়েছেন, আগেরবার তিনি ঠাকুরনগরে আসতে না পারায় মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় খুব খুশি হয়েছিলেন৷ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‘বাংলায় বিজেপি সরকার গড়ব৷ মমতা যতক্ষণ না হারবেন, ততক্ষণ বারবার ঠাকুরনগরে আসবে৷’’

আরও পড়ুন :"চলো পালটাই", ভোট-বঙ্গে নতুন স্লোগান শাহের

এছাড়া সংশোধিত নাগরিকত্ব ইশু ও অনুপ্রবেশ নিয়ে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি তিনি৷ তিনি জানিয়েছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের জেরে কারও নাগরিকত্ব যাবে না৷ তাঁর অভিযোগ, সংখ্যালঘুদের এই নিয়ে তৃণমূল কংগ্রেস, বাম ও কংগ্রেস ভুল বোঝাচ্ছে৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ঠেকাতে ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷

Last Updated : Feb 11, 2021, 10:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details