পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপির উপর হামলার অভিযোগ - বিধানসভা নির্বাচন

বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর সমর্থনে খোঁজদেলপুর এলাকায় পতাকা টাঙানো হয় ৷ অভিযোগ, সেইসময় কয়েকজন দুষ্কৃতী দলীয় কর্মীদের উপর হামলা চালায় ৷

বিজেপি
বিজেপি

By

Published : Apr 1, 2021, 7:41 AM IST

অশোকনগর, 1 এপ্রিল : পতাকা টাঙানোকে কেন্দ্র করে অশোকনগরের খোঁজদেলপুর এলাকায় উত্তেজনা ৷ বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে ৷ এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

খোঁজদেলপুর এলাকায় বুধবার ভোটের প্রচারে বের হন বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী ৷ তাঁর সমর্থনে দলীয় পতাকা টাঙানো হয় ৷ অভিযোগ, সেইসময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায় ৷ ঘটনায় পাঁচজন বিজেপি কর্মী আহত হন ৷ আহতদের হাবড়া ও অশোকনগর হাসপাতালে ভরতি করা হয় ৷ ঘটনায় আইএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷

এদিকে হামলার প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিজেপি ৷ তনুজা চক্রবর্তীর নেতৃত্বে টায়ার জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ চলে ৷ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে ফের পতাকা লাগাতে যান বিজেপি কর্মীরা ৷ অভিযোগ, পুলিশের সামনে আইএসএফের কর্মীরা ফের হামলা চালায় ৷ এরপর অশোকনগর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি ৷

আরও পড়ুন :বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

তনুজা চক্রবর্তী বলেন, "পুলিশ প্রথমে মৌখিকভাবে আশ্বস্ত করে ৷ তারপরেও বিরোধী মদতপুষ্ট সমাজ বিরোধীরা পুলিশের সামনে আমাদের কর্মীদের মারধর করে । এভাবে পতাকা লাগানো বন্ধ করা যাবে না । বিজেপি কর্মীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ।" বিষয়টি নির্বাচন কমিশনার ও দলের উর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন বলে জানান তিনি ।

অশোকনগরে বিজেপির উপর হামলা

ABOUT THE AUTHOR

...view details