পানিহাটি, 14 মার্চ : পানিহাটিতে তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ৷ বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বিজেপি কর্মীর পরিবারের লোকজনকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ ঘটনায় আহত হয়েছেন ওই বিজেপি কর্মীর স্বামী পার্থ মালাকার ও তাঁর মা সুধা মালাকার ৷ আহত হন এক প্রতিবেশীও ৷ পানিহাটি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের এঞ্জেলস নগরের ঘটনা ।
বিজেপি কর্মী রমা মালাকারের অভিযোগ, গতকাল রাতে তাদের অজান্তেই বাড়ির দেওয়ালে নির্বাচনী পোস্টার লাগিয়ে দিয়ে যায় তৃণমূল কর্মীরা ৷ রাতের অন্ধকারে সেই পোস্টার কেউ ছিঁড়ে দেয় ৷ এরপরই তৃণমূল কর্মীরা তাঁদের উপর চড়াও হয় ৷ মারধর করে বলে অভিযোগ ৷ ইট, পাথর ছুঁড়ে বাড়ির সমস্ত জানলার কাঁচ ভাঙচুর করা হয় । পরিবারকে বাঁচাতে গিয়ে আহত হন বিজেপি কর্মীর স্বামী পার্থ মালাকার ৷ হৃদরোগে আক্রান্ত হন তাঁর মা সুধা মালাকার ৷ তৃণমূল কর্মীদের বাধা দিতে এসে আহত হন প্রতিবেশী তাপস বল ৷ তাঁদের প্রথমে স্টেট জেনেরাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ পরে আশঙ্কাজনক অবস্থায় সুধা মালাকার ও তাপস বলকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।