পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ের পর মধ্যমগ্রাম, সভার আগে আব্বাসের অনুগামীদের উপর হামলার অভিযোগ - আব্বাসের অনুগামীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আগামী বৃহস্পতিবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে রমাগাছি গ্রামে সভা করার কথা রয়েছে ফুরফুরা শরিফের পীরজাদার । সেই সভা উপলক্ষে সোমবার রাতে খাসপুর ও মদনপুর গ্রামে পতাকা ও মাইক বাঁধার কাজ চলছিল । অভিযোগ, সেই সময় আব্বাস সিদ্দিকির অনুগামীদের উপর বাঁশ,লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

Madhyamgram
মধ্যমগ্রামে আব্বাস সিদ্দিকির অনুগামীদের উপর হামলা

By

Published : Feb 9, 2021, 6:48 PM IST

মধ্যমগ্রাম, 9 ফেব্রুয়ারি : ভাঙড়ের পর এবার মধ্যমগ্রাম । ভোটের মুখে ফের আব্বাস সিদ্দিকির অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে । অভিযোগ,বাঁশ,লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধর করা হয়েছে আব্বাসের দলের কর্মী-সমর্থকদের । আহত হয়েছে চার থেকে পাঁচজন । মধ্যমগ্রামের কেমিয়া-খামারপাড়া পঞ্চায়েতের রমাগাছি গ্রামের ঘটনা । ঘটনার পর মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত অভিযুক্তরা ধার পড়েনি । যদিও, ঘটনা নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।



ইতিমধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটি দল গঠন করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি । এই দলকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে লড়াইয়ের কথা ঘোষণাও করেছেন তিনি । যা নিয়ে রীতিমতো শাসক শিবির ও আব্বাস সিদ্দিকির মধ্যে তরজা তুঙ্গে । এসবের মধ্যেই আগামী বৃহস্পতিবার উত্তর 24 পরগণার মধ্যমগ্রামে রমাগাছি গ্রামে সভা করার কথা রয়েছে ফুরফুরা শরিফের পীরজাদার । সেই সভা উপলক্ষে সোমবার রাতে খাসপুর ও মদনপুর গ্রামে পতাকা ও মাইক বাঁধার কাজ চলছিল । অভিযোগ, সেইসময় আব্বাস সিদ্দিকির অনুগামীদের উপর বাঁশ,লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । বাধা দিলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । এমনকী, হামলার থেকে রেহাই পায়নি মহিলারাও । অভিযোগ,ঘর থেকে বের করে বন্দুকের বাঁট দিয়ে আব্বাসের দলের কয়েকজন কর্মীকে মারধরও করা হয়েছে । হামলায় আহত হয়েছেন চার থেকে পাঁচজন । কারও মাথা ফেটেছে । আবার কারও হাতে ও পায়ে আঘাত লেগেছে ।আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয় । ঘটনার পরই শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আব্বাসের অনুগত কর্মী-সমর্থকরা ।

এই বিষয়ে আব্বাস সিদ্দিকির দলের স্থানীয় নেতা শেখ বাপি আলি বলেন,"পীরজাদা আব্বাস সিদ্দিকির সভা বানচাল করতেই পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে । ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে ।পুলিশ প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে । তা না হলে আন্দোলনে নামব আমরা।"

কী বলছেন আব্বাস সিদ্দিকির দলের স্থানীয় নেতা, শুনে নিন

আরও পড়ুন, তৃণমূলে হুমায়ুন কবীর, কালনার সভায় অমিতকে খোঁচা মমতার


এদিকে,হামলার পর মঙ্গলবার সকালে পুলিশের দ্বারস্থ হন আব্বাসের দলের স্থানীয় নেতৃত্ব । মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । তবে,ঘটনার কয়েক ঘণ্টা পরও অধরা দুষ্কৃতীরা ।পুলিশ জানিয়েছে,অভিযুক্তদের ধরতে সব রকমের চেষ্টা চলছে । আশা করা যায় শীঘ্রই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে । যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি তৃণমূলের কোনও নেতা । ফলে,শাসকদলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

প্রসঙ্গত,কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আব্বাস সিদ্দিকির দলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে । হামলায় সাত থেকে আটজন কর্মী গুরুতর আহত হয়েছিল । এবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে আব্বাসের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠল । এক্ষেত্রেও কাঠগড়ায় শাসক শিবির ।

ABOUT THE AUTHOR

...view details