পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগে জোটের আসন সমঝোতা, পরে ব্রিগেড সমাবেশে যাওয়ার সিদ্ধান্ত আব্বাসের

দলের তরফে 70 থেকে 80 টি আসন চেয়েছিল আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ৷ কিন্তু এখনও রফা সূত্র মেলেনি তিন দলের পক্ষ থেকে ৷ সেকারণে আব্বাসের স্পষ্ট বার্তা, জোটের আসন সমঝোতা না হলে 28 ফেব্রুয়ারি ব্রিগেডের সভায় যোগ দেবে না সেকুলার ফ্রন্ট ৷

ব্রিগেডে যোগদানের ব্যপারে আব্বাসের বক্তব্য
ব্রিগেডে যোগদানের ব্যপারে আব্বাসের বক্তব্য

By

Published : Feb 21, 2021, 7:01 AM IST

আমডাঙা, 21 ফেব্রুয়ারি : আগে জোটের আসন সমঝোতা হবে । তারপর বিগ্রেডে যাওয়ার সিদ্ধান্ত । গতকাল উত্তর ২৪ পরগনার আমডাঙায় দলীয় সভা থেকে এমনই ইঙ্গিত দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সুপ্রিমো আব্বাস সিদ্দিকি । এদিন তিনি জানিয়ে দেন, জোটে আসন নিয়ে সমাধানসূত্র না বের হলে বাম-কংগ্রেসের ডাকা ব্রিগেড সমাবেশে যোগ দেবেন না ।

আরও পড়ুন :কৈলাস-ঘনিষ্ঠ নেতা ফাঁসাচ্ছেন ? সিআইডি তদন্তের আর্জি পামেলার

অন্যদিকে, আব্বাস সিদ্দিকীর জনসভােয় অংশগ্রহণ করেনি বাম-কংগ্রেসও । সমাবেশের পাশাপাশি আমডাঙা বিডিও অফিস থেকে একটি যৌথ মিছিলের পরিকল্পনা থাকলেও বাম-কংগ্রেসকে বাদ দিয়ে সেকুলার ফ্রন্টের কর্মীরাই সেই মিছিল করে । কৃষি বিল প্রত্যাহার, ৩৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ-সহ একাধিক দাবিতে রাজনৈতিক সমাবেশের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । সেই সমাবেশে যোগদান করার কথা ছিল বাম-কংগ্রেসেরও । কিন্তু তিন দলের মধ্যে আসন বণ্টন নিয়ে এখনও সমাধান সূত্র বের হয়নি । তাই সমাবেশে যোগদান করেনি বাম-কংগ্রেসের কেউই ।

আব্বাস জানান, "দলের তরফে আমি 70 থেকে 80 টি আসন চেয়েছিলাম । কিন্তু তা নিয়ে এখনও রফাসূত্র বের হয়নি । তাই জোট সিদ্ধান্ত চূড়ান্ত না হলে বাম ও কংগ্রেসের ডাকা ব্রিগেডে যোগদানের কোনও সম্ভাবনাই নেই ।" পাশাপাশি তিনি কৃষি বিল ইস্যুতে চাষিদের পাশে দাঁড়িয়ে তা প্রত্যাহারের দাবি তোলেন । সেইসঙ্গে 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য তিনি জমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ।

আরও পড়ুন : আব্বাসের সঙ্গে বৈঠকের অপেক্ষায় বাম-কংগ্রেস জোট

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট জারি এখন কেবল সময়ের অপেক্ষা । তারই মধ্যে আব্বাসের অবস্থান ইতিমধ্যে জোটের সুরে তাল কেটেছে । এদিন আব্বাসের বক্তব্যে আরও স্পষ্ট, বাম-কংগ্রেসের জোট থেকে আপাতত তাঁরা কয়েক কদম দূরেই রয়েছেন ।

ব্রিগেডে যোগদানের ব্যপারে আব্বাসের বক্তব্য

ABOUT THE AUTHOR

...view details