পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে হিংসার পরিবেশ প্রমান করতেই আট দফায় ভোট, মন্তব্য চিরঞ্জিতের

"যেভাবে ভোটের আগে থেকে বুটের ভারী আওয়াজ শুরু হয়েছে তা কখনও দেখা যায়নি বাংলায় ।" ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এইভাবের নিজের প্রতিক্রিয়া জানালেন বারাসতের বিধায়ক ।

তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী
তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী

By

Published : Feb 27, 2021, 7:59 AM IST

বারাসত, 27 ফেব্রুয়ারি : রাজ্যে হিংসার পরিবেশ প্রমান করতেই আট দফায় ভোটের দিনক্ষণ করা হয়েছে । ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে এমনই মন্তব্য করলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী । শুক্রবার সন্ধ্যায় বারাসতের চাঁপাডালি মোড়ে দলীয় এক কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি । সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "যেভাবে ভোটের আগে থেকে বুটের ভারী আওয়াজ আরম্ভ হয়েছে তা কখনও দেখা যায়নি বাংলার মাটিতে । বুটের আওয়াজ শুরু করে কী প্রমান করতে চেয়েছে ? প্রমান করতে হলে একটু বেশি ভাঙতে হবে । সেই কারণে 1 লাখ 1 হাজার 916 ভোটকেন্দ্র করা হয়েছে । না করলে প্রমান হবে কীভাবে রাজ্যে অশান্তির বাতাবরণ রয়েছে ?"

এই প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন তৃণমূলের বিধায়ক । তাঁর কথায়,"কেন্দ্রের মোদি সরকার বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে । তারা সর্দার বল্লভ ভাই প্যাটেলকেও ছাড়ছে না ।বল্লভ ভাই প্যাটেলের নাম বদলে নরেন্দ্র মোদির নামে স্টেডিয়াম করা হচ্ছে । যা কখনও আমরা আগে দেখিনি ।"

আট দফায় ভোট প্রসঙ্গে কী বলছেন বারসতের বিধায়ক ?

প্রাথী করা না হলে রাজনীতিই ছেড়ে দেবেন, দিন দুয়েক আগে এমনই মন্তব্য করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী । সেই বিষয়ে গতকাল ফের তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখনও আমি বিধায়ক রয়েছি ।যখন বিধায়ক থাকব না, তখন এই বিষয়ে ভাবব "।

আরও পড়ুন :কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় আট দফায় ভোট রাজ্যে, শুরু 27 মার্চ

তৃণমূল বিধায়কের মুখেও শোনা যায় 'খেলা হবে'-স্লোগান । কার সঙ্গে খেলা হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যারা বাইরে থেকে এখানে আসছে তাঁদের সঙ্গেই খেলা হবে । তার আগে ব্যাট ও বল তুলে দেওয়া হবে তাঁদের হাতে । এটা তো আমাদের জায়গা । আমরা ব্যাট ও বল কিনে দেব । মাঠ দেব । যাতে নরেন্দ্র মোদি, অমিত শাহদের অনুশীলন করতে সুবিধা হয় । খেলা তো হবেই ।"

ABOUT THE AUTHOR

...view details