পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

22 ফেব্রুয়ারির পর 41 জন তৃণমূল বিধায়ক বিজেপিতে : অর্জুন সিং - Arjun Singh visited hospital to inquire their health condition

আজ নাটাগর কালীতলায় একটি সভা করে বিজেপি । সেই সভাতে উপস্থিত ছিলেন অর্জুন সিংহ ৷ এছাড়া ছিলেন বিজেপি নেতা মলয় চক্রবর্তী সহ অন্যান্য নেতা-নেত্রীরা ।

কর্মীদের দেখতে হাতপাতালে অর্জুন
কর্মীদের দেখতে হাতপাতালে অর্জুন

By

Published : Feb 20, 2021, 10:02 PM IST

পানিহাটি, 20 ফেব্রুয়ারি : জখম বিজেপি কর্মীদের দেখতে পানিহাটির হাসপাতালে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । নাটাগরে কালীতলা অঞ্চলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঝামেলা বাধে তৃণমূল ও বিজেপির মধ্যে ৷ সেখানেই বিজেপি কর্মীদের মারধরের করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । গুরুতর জখম হন বিজেপি কর্মী শুভাশিস দাস ও তাঁর বাবা ।

আজ নাটাগর কালীতলায় সেই ঘটনার প্রতিবাদে একটি সভা করে বিজেপি । সেই সভাতে উপস্থিত ছিলেন অর্জুন সিংহ ৷ এছাড়া ছিলেন বিজেপি নেতা মলয় চক্রবর্তী সহ অন্যান্য নেতা-নেত্রীরা । সভামঞ্চে বক্তব্য রাখার সময় অর্জুন সিং বলেন, ‘‘22 ফেব্রুয়ারির পর 41 জন তৃণমূল বিধায়ক নাম লেখাবেন বিজেপিতে । তৃণমূলের যে বিধায়ক আজকে আমার সঙ্গে বিভিন্ন চ্যানেলে প্যানেলে বসছেন কাল তিনি বিজেপিতে যোগ দেবেন এমনটাও হতে পারে ।’’

কর্মীদের দেখতে হাতপাতালে গেলেন অর্জুন সিং

এরপর আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে যান তিনি । দীর্ঘক্ষণ কথা বলেন আক্রান্ত দুই বিজেপি কর্মীর সঙ্গে । এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, আর কয়েকটা দিন তৃণমূলকে সহ্য করতে হবে ৷ তারপরে রাজ্যে সুশাসন ফিরবে ৷
আরও পড়ুন : "সাম্প্রদায়িক দল" মিম-এর সঙ্গে জোট নয়, বলছেন মান্নান

এছাড়া গতকাল নিমতয়ায় বিজেপির চা-চক্রে আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ সেখানেও কয়েকজন বিজেপি কর্মী জখন হন ৷ তাঁদের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয় ৷ আজ সেখানেই জখম বিজেপি কর্মীদের দেখতে যান অর্জুন সিং ৷ কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গেও ৷

ABOUT THE AUTHOR

...view details