পানিহাটি, 20 ফেব্রুয়ারি : জখম বিজেপি কর্মীদের দেখতে পানিহাটির হাসপাতালে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । নাটাগরে কালীতলা অঞ্চলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঝামেলা বাধে তৃণমূল ও বিজেপির মধ্যে ৷ সেখানেই বিজেপি কর্মীদের মারধরের করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । গুরুতর জখম হন বিজেপি কর্মী শুভাশিস দাস ও তাঁর বাবা ।
আজ নাটাগর কালীতলায় সেই ঘটনার প্রতিবাদে একটি সভা করে বিজেপি । সেই সভাতে উপস্থিত ছিলেন অর্জুন সিংহ ৷ এছাড়া ছিলেন বিজেপি নেতা মলয় চক্রবর্তী সহ অন্যান্য নেতা-নেত্রীরা । সভামঞ্চে বক্তব্য রাখার সময় অর্জুন সিং বলেন, ‘‘22 ফেব্রুয়ারির পর 41 জন তৃণমূল বিধায়ক নাম লেখাবেন বিজেপিতে । তৃণমূলের যে বিধায়ক আজকে আমার সঙ্গে বিভিন্ন চ্যানেলে প্যানেলে বসছেন কাল তিনি বিজেপিতে যোগ দেবেন এমনটাও হতে পারে ।’’