দেগঙ্গা, 22 ফেব্রুয়ারি :আজ বিকেল চারটে নাগাদ বিজেপির 'পরিবর্তন যাত্রা'র রথ পৌঁছাবে দেগঙ্গার বেঁড়াচাপায় ৷ তার আগে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল ভিন দেশী দুই যুবকের বিরূদ্ধে ৷ পোস্টার ছেঁড়াকে ঘিরে রাজনৈতিক তরজায় জড়িয়েছে যুযুধান দুই শিবির, বিজেপি ও তৃণমূল ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ ৷ প্রথমে ওই দুই যুবককে আটক করা হলেও পরে তাদের গ্রেফতার করে পুলিশ ৷
স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, অভিযুক্ত ওই দুই যুবক বিহারের বাসিন্দা ৷ আমিনপুরের রাস্তার ধারের একটি দেওয়ালে তাদের তৃণমূলের পোস্টার ছিঁড়ে বিজেপির পোস্টার লাগাতে দেখে এলাকার কয়েকজন তৃণমূল কর্মী ৷ বিজেপির ওই পোস্টারে লেখা ছিল,' আর নয় অন্যায় ' ৷ ওই দুই যুবককে পাল্টা বিজেপির পোস্টার ছিঁড়তে বাধ্য করে তৃণমূলের কয়েকজন কর্মী ৷ ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ ৷
দেগঙ্গার তৃণমূল নেতা ও জেলাপরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ জানান, "বিজেপি এই ধরনের ঘটনা ঘটিয়ে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টা করছে । বাংলার মানুষ ভোটের মাধ্যমে ওঁদের উপযুক্ত জবাব দেবে"।
তৃণমূলের পোস্টার ছেঁড়ার পুরো ঘটনাটি অস্বীকার করেছে বিজেপি ৷ ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীকোন্দলকেই দায়ি করেছে গেরুয়া শিবির ৷