পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"বাংলাকে গুজরাত বানাবই", ফিরহাদকে চ্যালেঞ্জ দিলীপের - দত্তপুকুরে BJP-র খবর

"গুজরাতে এখন কি দাঙ্গা হয় ? কারও বাপের বেটার হিম্মত আছে সেখানে দাঙ্গা করার ?" বাংলাকে গুজরাত বানানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Nov 22, 2020, 4:07 PM IST

Updated : Nov 22, 2020, 4:41 PM IST

দত্তপুকুর, 22 নভেম্বর : "বাংলাকে গুজরাত বানাবই ।কারও হিম্মত থাকলে আটকে দেখাক ।" ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ জানিয়ে পালটা মন্তব্য BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ।সম্প্রতি বারাসতে চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাকে গুজরাত বানানোর কথা বলেছিলেন BJP-র রাজ্য সভাপতি । তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেছিলেন, "বাংলাকে গুজরাত বানাতে দেব না । ফিরহাদ হাকিমের সেই মন্তব্য নিয়ে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যিনি (ফিরহাদ হাকিম) পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেন, হিম্মত থাকলে ভোটে জিতে পৌরনিগমের চেয়ারে বসুন । তারপর এই নিয়ে কোনও কথা বলবেন । আমরা বাংলাকে গুজরাত বানাবই । হিম্মত থাকলে আটকে দেখান ।"

গোপাষ্টমী উপলক্ষে আজ দুপুরে দত্তপুকুরের সন্তোষপুরে একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন দিলীপ ঘোষ । সেখানে বাংলাকে গুজরাত বানানো হলে দাঙ্গা বাড়বে কিনা, সেই বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "গুজরাতে এখন কি দাঙ্গা হয় ? কারও বাপের বেটার হিম্মত আছে সেখানে দাঙ্গা করার ? 2002 সালের কথা ভুলে যান । জল অনেক দূর গড়িয়েছে । 10 বছরে ক'টা দাঙ্গা হয়েছে । বাংলাকে গুজরাত বানাবই । কারও হিম্মত থাকলে রুখে দেখান"।

দত্তপুকুরে গোরু পুজোয় দিলীপ ঘোষ
গতকাল মধ্যমগ্রামের বাদুতে গোরু পুজো করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ । তাহলে কি ভোটের দিকে তাকিয়ে তৃণমূলকেও এখন হিন্দুত্বের নীতির দিকে ঝুঁকতে হচ্ছে ? এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "BJP-র হিন্দুত্বের নীতির দিকে এখন সবাই আসছে । এই নীতি নিয়ে চললে ভোট পাওয়া যায় । যাঁরা বিভাজন ও তোষণের রাজনীতি করে এসেছে তাঁরা ব্যর্থ হয়েছেন । তাঁদের কথা কেউ বিশ্বাস করছেন না । আমাদের স্পষ্ট নীতি, সঠিক দিশা । দিশা ঠিক থাকলে সবাই আমাদের সঙ্গে আসবে ।"
কী বললেন দিলীপ ঘোষ ?

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজির সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ।সেই নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, "আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তর্জাতিক নেতা করতে গিয়ে হিটলারের সঙ্গে তুলনা করি ।"

গোরু পালনের উপকারিতার কথাও আজ তুলে ধরেন দিলীপ । বলেন," ভারত কৃষি প্রধান দেশ । কৃষি ও গোরু পালন ভারতের অর্থনীতির একটা বড় অংশ । গ্রামীন অর্থনীতি কৃষি ও গোরু পালনের ওপর নির্ভর করে আছে । মাংসের জন্য গোরু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ।"

Last Updated : Nov 22, 2020, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details