পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB TET 2022: ফিঙ্গারপ্রিন্ট মেশিনের ত্রুটির কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পরীক্ষার্থীরা - টেট 2022

ফিঙ্গারপ্রিন্ট মেশিনের ত্রুটির কারণে টিটাগড়ের একটি পরীক্ষা কেন্দ্রে (WB TET 2022) দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হল পরীক্ষার্থীদের (Malfunction of Fingerprint Machine)৷

wb-tet-2022-candidates-stand-in-long-queue-due-to-malfunction-of-fingerprint-machine-in-titagarh
ফিঙ্গারপ্রিন্ট মেশিনের ত্রুটির কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পরীক্ষার্থীরা

By

Published : Dec 11, 2022, 2:46 PM IST

টিটাগড়, 11 ডিসেম্বর: ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সমস্যার (Malfunction of Fingerprint Machine) কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হল টেট পরীক্ষার্থীদের (WB TET 2022)৷ নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন পরীক্ষার্থীরা (North 24 Parganas News)৷

টেটের পরীক্ষার জন্য আবেদন করা 300 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন অ্যাংলো ভার্নাকুলার হাইস্কুলে ৷ রবিবার বেলা এগারোটা বেজে যাওয়া সত্ত্বেও সেই স্কুলের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু পরীক্ষার্থীকে । সূত্রের খবর, ফিঙ্গারপ্রিন্ট মেশিনে লিংকের সমস্যার কারণেই এই ঘটনা ঘটে । পরবর্তীকালে সংবাদমাধ্যম ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের তরফে তড়িঘড়ি পরীক্ষার্থীদের ভিতরে ঢুকিয়ে নেওয়া হয় ।

গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে, পরীক্ষা গ্রহণের সময় বেলা 12টা হলেও বেলা 11টার মধ্যেই সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যেতে হবে ৷ সেখানে এগারোটার পরও ফিঙ্গারপ্রিন্টের ত্রুটির কারণে টিটাগড়ের অ্যাংলো ভার্নাকুলার হাইস্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বহু পরীক্ষার্থীকে ৷ তাঁরা সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গেলেও ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সমস্যার কারণে তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি ৷ এই নিয়ে বিক্ষোভ দেখান পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা ৷ পাঁচ বছর পর টেট অনুষ্ঠিত হচ্ছে ৷ তাও এ ধরনের ঘটনা ঘটায়, টেটের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা ৷ অনু দাস নামে এক অভিভাবকের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার আগেই অর্ধেক এনার্জি শেষ হয়ে যাচ্ছে পরীক্ষার্থীদের ৷" তবে পর্যবেক্ষক বিপ্লব দত্তের দাবি, পরীক্ষার্থীরা অনেকে ভেজা হাতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কিছু সমস্যা হয়েছে ৷ তবে দ্রুতই তা মিটিয়ে নেওয়া হয় ৷

আরও পড়ুন:পরীক্ষা কেন্দ্রের বাইরে বহু পরীক্ষার্থী, বাড়ানো হল প্রবেশের সময়সীমা

কলকাতাতেও আজ বেলা 11টার পর পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু টেট পরীক্ষার্থীকে ৷ তবে সেখানে ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সমস্যা ছিল না ৷ পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই দেরি হয় পরীক্ষার্থীদের ৷ তাঁরা জানান, রবিবার হওয়ায় ট্রেন-বাস কম চলছে ৷ সেই কারণে তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয়েছে ৷ নিয়ম অনুযায়ী 11টা বেজে যাওয়ার পরই পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হয় ৷ তবে পরীক্ষার্থীদের অনুরোধে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশের সময়সীমা বাড়িয়ে 11.45 করা হয় ৷ ফলে দেরিতে পৌঁছনো পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ পান ৷

ABOUT THE AUTHOR

...view details