পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Slams Abhishek: 'কোথায় রবীন্দ্রনাথ, আর কোথায় রামছাগল '! অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য সুকান্তর - BJP MP Sukanta Majumdar compares

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁকে পরাজিত করার চেষ্টা করেছিলেন ৷ শুক্রবার একটি জনসভায় এমনটাই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই মন্তব্যের জবাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল সাংসদ প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বসলেন ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদার

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 8:05 AM IST

পুজো উদ্বোধন করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রামছাগলের সঙ্গে তুলনা করলেন সুকান্ত মজুমদার

বারাসত, 11 নভেম্বর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের মধ্যে তফাৎ বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রীকে বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করে বসলেন ৷ অভিষেক বন্দোপাধ্যায়ের তুলনা টানলেন রামছাগলের সঙ্গে ৷

ঘটনার সূত্রপাত অভিষেকেরই একটি সভা থেকে ৷ শুক্রবার ফলতায় একটি সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতা ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমাকে নির্বাচনে পরাজিত করতে চেষ্টা করেছিলেন। কিন্তু, মানুষই তাঁকে ভো-কাট্টা করে দিয়েছে ৷" এর পরিপ্রেক্ষিতেই পালটা জবাব দিতে গিয়ে অভিষেককে আক্রমণ করেন বালুরঘাটের বিজেপি সাংসদ । কিন্তু সেখানেই দেখা দিল বিতর্ক। আক্রমণ করতে গিয়ে অভিষেককে রামছাগলের সঙ্গে তুলনা করে বসলেন বিজেপি নেতা ৷

শুক্রবার রাতে বারাসতের ন'পাড়ার বিজয়ী সংঘের শ‍্যামা পুজোর উদ্বোধন করতে আসেন বিজেপির রাজ‍্য সভাপতি ৷ সঙ্গে ছিলেন বারাসত সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ও দলের রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র, স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর হালদার-সহ বিভিন্ন নেতৃবৃন্দ ৷ সেখানেই সাংবাদিকরা অভিষেকের মন্তব্য প্রসঙ্গে সুকান্তর প্রতিক্রিয়া চান ৷ তিনি বলেন, "নরেন্দ্র মোদির ঠেকা পড়েছে, সর্বশক্তি দিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে হারাতে। কোথায় রবীন্দ্রনাথ ! আর কোথায় রামছাগল !" বিজেপির রাজ‍্য সভাপতির বিতর্কিত এই মন্তব্য ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির অন্দরে। এদিকে, উদ্ধোধনী মঞ্চ থেকে বিজেপি নেতা রাজ‍্যে 'সুদিন' ফেরানোর বার্তা দেন ৷ এই বিষয়ে তিনি বলেন, "মা কালীর শক্তির উৎস ৷ অন্ধকার যখন কাটতে থাকে তখন ভাবতে হবে দিন বদল হতে চলেছে ৷ পশ্চিমবঙ্গেও সুদিন আসবে ৷"

ABOUT THE AUTHOR

...view details