পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ - Bhatpara

ভাটপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হল। গত লোকসভা নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাটপাড়ায় মোট ছয় জনের মৃত্যু হয়। রাজ্যে আমাদের দল সরকার গড়লে নিহতদের পরিবারে চাকরিও দেওয়া হবে।'

Bhatpara
সন্ত্রস্ত ভাটপাড়া

By

Published : Jan 26, 2020, 10:42 AM IST

Updated : Jan 26, 2020, 1:36 PM IST

ভাটপাড়া ,26 জানুয়ারি : ভাটপাড়ায় রাজনৈতিক সংঘর্ষে নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হল গতকাল। গত লোকসভা নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাটপাড়ায় মোট ছয় জনের মৃত্যু হয়। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিলেন এলাকার সাংসদ অর্জুন সিং। অবশেষে শনিবার রাতে নিহতদের পাঁচ পরিবারের হাতে ক্ষতিপূরণের দু'লক্ষ টাকার চেক তুলে দিলেন অর্জুন-পুত্র পবন সিং। মৃতদের একজনের পরিবার অবশ্য আসেননি।

এদিন নিজের বাসভবন 'মজদুর ভবনে' মৃত় পাঁচ পরিবারকে হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দিলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং।

ক্ষতিপূরণ দেওয়া হল নিহতদের পরিবারকে

লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন অর্জুন সিং ৷ অর্জুনের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংও। অনুগামীরাও দলে দলে BJP-তে যোগ দেন। তৃণমূলের হাতছাড়া হয় ভাটপাড়া পুরসভাও। তারপর থেকে শুরু হয় শাসক ও বিরোধী যুযুধান দু'পক্ষের সংঘাত। বোমাবাজি ও মারপিট লেগেই ছিল। গত সাত মাসে রাজনৈতিক সংঘর্ষে শুধুমাত্র ভাটপাড়া বিধানসভা এলাকাতেই ছ'জনের মৃত্যু হয়েছিল। মৃতদের নাম রামবাবু সাউ, ধরমবীর সাউ, বিশ্বনাথ সরকার, চন্দন সাউ, রাজেশ সাউ ও লালা চৌধুরি ৷

লোকসভা ভোটে অর্জুন সিং জয়লাভের পর মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে শনিবার রাতে মৃত পাঁচ জনের পরিবারের হাতে ক্ষতিপূরণ বাবদ দু'লক্ষ টাকার চেক তুলে দেওয়া গয়। অর্জুন-পুত্র পবন সিং সেই চেক তুলে দেন। পবন বলেন, যে ছ'জনের মৃত্যু হয়েছিল, তার মধ্যে দু'জন পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন। দলের পক্ষ থেকে পাঁচ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রাজ্যে আমাদের দল সরকার গড়লে নিহতদের পরিবারকে চাকরিও দেওয়া হবে।

Last Updated : Jan 26, 2020, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details