পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor Appeals to CM : 'সময় বের করুন, আমার সঙ্গে আলোচনায় বসুন', মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাজ্যপালের - Jagdeep Dhankhar appeals CM Mamata Banerjee to sit on discussion

বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে বলেও এদিন কটাক্ষ করেন রাজ্যপাল (Governor criticises WB Government)

Governor Appeals to CM
মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাজ্যপালের

By

Published : Jan 30, 2022, 4:07 PM IST

Updated : Jan 30, 2022, 5:21 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে যখন সাংসদে, বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার তোড়জোড় করছে শাসকদল তৃণমূল কংগ্রেস, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনার প্রস্তাব দিলেন রাজ্যপাল (Jagdeep Dhankhar appeals CM Mamata Banerjee to sit on discussion) ৷ রবিবার ব্যারাকপুরে গান্ধিজির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান মেনে কাজ করা উচিত ৷ আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব সময় বের করে আমার সঙ্গে আলোচনায় বসুন ৷ গণতন্ত্র কোনও টক্কর চায় না ৷ গণতন্ত্রে উচ্চ পদে থাকা ব্যক্তিদের মিলেমিশে চলা উচিত, যাতে সাধারণ মানুষের ভাল হয় ৷ উদ্ধত্যের কোনও জায়গা নেই এখানে ৷ রাজ্য়ের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে নিয়ে যে টিপ্পনি করেন তা উচিত নয় ৷ আমাদের উচিত একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দিকে এগোনো ৷ "

নিজের টুইট বার্তাতেও এদিন এই প্রসঙ্গ তুলেছেন রাজ্যপাল ৷ পাশাপাশি, মা ক্যান্টিন নিয়েও এদিন ফের রাজ্য সরকারকে বিঁধেছেন তিনি ৷ সময়ের আগে এই প্রকল্প শুরু করে দেওয়া হয়েছিল, সেই টাকা কোথা থেকে এল তার জবাব রাজ্যের থেকে এদিন ফের চেয়েছেন ধনকড় ৷ এদিন রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ফের উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, ‘‘অবিলম্বে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা ও সমস্যার সমাধান করা উচিত ।’’ নিজের অবস্থানে অনড় থাকার বার্তাও এদিন রাজ্যপালের মুখে শোনা গিয়েছেন ৷ জানিয়েছেন, গণতন্ত্রের গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে বাংলা, তিনি এটা বরদাস্ত করবেন না, রাজ্যকে রক্ত-রঞ্জিত হতে দেখতে পারবেন না ৷

আরও পড়ুন : ‘‘কবীর সুমন- এই তোমাকে চাই না,’’ অডিয়ো বিতর্কে গায়ককে ক্ষমা চাইতে অনুরোধ কুণালের

উল্লেখ্য, রাজ্যের সঙ্গে বর্তমানে রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছেছে ৷ গত 25 জানুয়ারি বিধানসভার অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল রাজ্য সরকার ও স্পিকারের কড়া সমালোচনা করেছিলেন ৷ জানিয়েছিলেন, রাজ্য আইনের শাসন নয়, শাসকের আইন চলছে ৷ বিধানসভার স্পিকার তাঁর সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ ছিল ধনকড়ের ৷ সরকারি অনুষ্ঠানে গিয়ে রাজ্যপালের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ এরপরেই রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় তৃণমূল ৷ তার মাঝেই এল রাজ্যপালের এই আলোচনায় বসার প্রস্তাব ৷

Last Updated : Jan 30, 2022, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details