দত্তপুকুর, 27 অগস্ট: বেআইনি বাজি কারখানা বিস্ফোরণস্থলে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একই সঙ্গে, রবিবার রাতে ঘটনাস্থল ঘুরেও দেখেন তিনি ৷ কথা বলেন স্থানীয়দের সঙ্গেও ৷ রাজ্যপালের সামনে স্থানীয়রা ক্ষোভ উগড়ে দিয়েছেন বলে খবর ৷ এরপরই স্থানীয় জেলা পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল ৷ পাশাপাশি ঘটনাস্থল ঘুরে দেখে রাজ্যপাল এদিন বলেন, "এত মৃত্যু দুর্ভাগ্যজনক ৷"
নীলগঞ্জে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কানে আসতেই রবিবার রাতে দমদম বিমানবন্দর থেকে সোজা রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয় এসে পৌঁছয় দত্তপুকুরের বিস্ফোরণস্থলে। এদিন রাত 8টা 10 মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল। কনভয়ের গাড়ি না-ঢোকায় কিছুটা রাস্তা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছতে হয় রাজ্যপাল আনন্দ বোসকে। বিস্ফোরণস্থলে এসে গোটা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন তিনি। সেখানেই উপস্থিত পুলিশ কর্তাদের কাছ থেকে ঘটনার তথ্যানুসন্ধান করতেও দেখা যায় তাঁকে। প্রায় 15 মিনিট বিস্ফোরণস্থলে ছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এরপর বেরনোর সময় স্থানীয়দের ক্ষোভের কথাও শুনতে দেখা যায় রাজ্যপালকে ৷