হাবড়া, 27 ডিসেম্বর: বিজেপির জেলা ও রাজ্য কমিটিতে মতুয়াদের প্রাধান্য না-দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন 5 মতুয়া ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক (Jyotipriya Mallick Invites BJP MLA)। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন তাঁরা। আর এই সুযোগকে কাজে লাগাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। গ্রুপ থেকে বেরিয়ে আসা মতুয়া ঘনিষ্ঠ 5 বিজেপি বিধায়কদের রবিবার সকালে তৃণমূলে আসার আমন্ত্রণ জানিয়েছেন সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁর লোকসভার প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। সন্ধ্যায় তাদেরকে তৃণমূলে আসার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও।
অশোকনগর শহীদ সদনে চলা নাট্যোৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "5 বিধায়ক যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব। তাদেরকে তৃণমূলে সুস্বাগতম।" বিজেপি বিধায়কদের তিনি পরামর্শ দেন, সকলে ওই দলটা থেকে বেরিয়ে এসে মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের শরিক হন।