পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TET Agitation: 'পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে', করুণাময়ীকাণ্ডে অপর্ণা সেনদের প্রতিবাদ প্রসঙ্গে কটাক্ষ বিধানসভার স্পিকারের - অপর্ণা সেনকে কটাক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

2014 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের প্রতিবাদ করায় চিত্র পরিচালক অপর্ণা সেন-সহ বিশিষ্টদের কটাক্ষ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee Criticises Aparna Sen) ৷

ETV Bharat
TET Agitation at karunamoyee

By

Published : Oct 21, 2022, 10:52 PM IST

বারাসত, 21 অক্টোবর: সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক টেট উত্তীর্ণ আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (Salt Lake TET agitation) উপর বৃহস্পতিবার রাতের পুলিশি অভিযান ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি (Police action against TET agitators) ৷ ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা ৷ মুখ খুলেছে নাগরিক সমাজের একাংশ ৷ প্রতিবাদে মুখর হয়েছেন অপর্ণা সেন-সহ একাধিক নামি ব্যক্তিত্ব ৷

এবার বুদ্ধিজীবীদের এই প্রতিবাদকেই পালটা কটাক্ষে বিদ্ধ করল তৃণমূল শিবির ৷ অপর্ণা সেনদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee Criticises Aparna Sen) ৷ শুক্রবার বারাসতের ঐতিহ্যবাহী নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের উদ্ধোধনে আসেন তিনি । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দোপাধ্যায় বলেন,"যারা প্রতিবাদ করছেন তাঁদের অন্য কোনও উদ্দেশ্য রয়েছে । তাঁদের এই নিয়ে পলিটিক্যাল কোনও এজেন্ডাও থাকতে পারে । উনি অপর্ণা সেন হতেই পারেন । আমরাও রাস্তায় নেমে আন্দোলন করেছি । কিন্তু বেছে বেছে কিছু নির্দিষ্ট আন্দোলনে অংশ নেওয়া এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার । তিনি বলতে পারবেন ৷"

করুণাময়ীকাণ্ডে অপর্ণা সেনদের প্রতিবাদ প্রসঙ্গে কটাক্ষ বিধানসভার স্পিকারের

আরও পড়ুন: করুণাময়ী থেকে ধর্মতলা, 'অধিকার'-এর লড়াইকে সামনে রেখে 'জমি' তৈরিতে মরিয়া বিরোধীরা

চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,"আন্দোলন যে কেউ করতেই পারেন । তাতে বাধা নেই । কিন্তু অনেকের অসুবিধা করে আন্দোলন করার কোনও মানে হয়না । হাইকোর্টের নির্দেশেই পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করেছে । বিষয়টি আদালতের বিচারাধীন । এর বাইরে কিছু বলা উচিত নয়"। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিপ্রার্থীদের বিষয়ে যথেষ্ট সহানুভূতিশীল এবং মানবিক বলেও দাবি করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় (WB assembly speaker Biman Banerjee) ।

ABOUT THE AUTHOR

...view details