বনগাঁ, 23 ফেব্রুয়ারি : পার্টি অফিসে হামলা এবং কর্মীদের মারধরের প্রতিবাদে পথ অবরোধ বিজেপির । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁয় । এদিন গোবরাপুর বাজারে বনগাঁ-বাগদা সড়কে বিজেপি কর্মীরা পথঅবরোধ করেন ।
গোরাবাজার এলাকায় বিজেপির একটি পার্টি অফিস রয়েছে । রবিবার রাতে ওই পার্টি অফিসে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ । অভিযোগ, ওই সময় পার্টি অফিসে কয়েকজন বিজেপি কর্মী ছিলেন । তাঁদেরও মারধর করা হয়েছে । আর তারই প্রতিবাদে সোমবার গোবরাপুর বাজারে বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা । এদিন বেলা 1 টা থেকে তাঁরা অবরোধ শুরু করেন ৷ প্রায় একঘণ্টা ধরে চলে এই অবরোধ । পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে ৷ বিজেপির অভিযোগ, জন সমর্থন হারিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাঁদের উপরে হামলা চালাচ্ছে ।