পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিমতার আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে তন্ময় ভট্টাচার্য

গত 26 ফেব্রুয়ারি নিমতা থানা অঞ্চলের পার্টনার ঠাকুরতলায় আক্রান্ত হন বিজেপি কর্মী গোপাল মজুমদার ও তাঁর 85 বছরের বৃদ্ধা মা শোভারানী মজুমদার । আজ সকালে মজুদার পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএম নেতা তথা এলাকার বিধায়ক তন্ময় ভট্টাচার্য । আক্রান্ত গোপাল মজুমদারের বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক ।

বিধায়ক তন্ময় ভট্টাচার্য
বিধায়ক তন্ময় ভট্টাচার্য

By

Published : Mar 3, 2021, 11:11 PM IST

নিমতা, 3 মার্চ : নিমতায় বিজেপি কর্মী গোপালকে দেখতে গেলেন বিধায়ক তন্ময় ভট্টাচার্য । দেখা করতে গিয়ে বিজেপি কর্মীদের এক প্রকার ক্ষোভের মুখে পড়তে হয় সিপিআইএম নেতাকে ।

গত 26 ফেব্রুয়ারি নিমতা থানা অঞ্চলের পার্টনার ঠাকুরতলায় আক্রান্ত হন বিজেপি কর্মী গোপাল মজুমদার ও তাঁর 85 বছরের বৃদ্ধা মা শোভারানী মজুমদার । এই ঘটনার পর নিমতা অঞ্চল জুড়ে চড়ছে রাজনীতির পারদ । তাঁদের সঙ্গে দেখা করতে নিমতা এসেছেন বিজেপি হেভিওয়েট নেতারা । আজ সকালে মজুদার পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএম নেতা তথা এলাকার বিধায়ক তন্ময় ভট্টাচার্য । আক্রান্ত গোপাল মজুমদারের বাড়িতে ঢুকে বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক । আক্রান্তের সঙ্গে প্রায় মিনিট দশেক কথা বলেন তন্ময় বাবু । কিছু বিজেপি কর্মী উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ তন্ময় বাবুর । সেদিনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন বিধায়ক ।

আক্রান্ত গোপাল মজুমদার জানান, ছয় দিন পর বিধায়ক দেখা করতে আসায় হতবাক তিনি । ঘটনার পরেই সমবেদনা জানাতে আসবেন বিধায়ক এমনটাই আশা করেছিলেন গোপালবাবু ।

আরও পড়ুন : বিজেপির উপর তৃণমূলের হামলার অভিযোগ

এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা বিধান বিশ্বাস বলেন, বিধায়ক তন্ময় ভট্টাচার্য গোপাল মজুমদারকে দেখতে গেলে অসম্মান করাটা স্বাভাবিক । ওনাকে এলাকায় দেখা যায় না এমন অভিযোগও তোলা হয়, আর তার জন্যই তাঁকে এরকম হেনস্থা হতে হয়েছে বলে দাবি তৃণমূল নেতার ।

ABOUT THE AUTHOR

...view details