গাইঘাটা (উত্তর 24 পরগনা), 12 জুন : মায়ের স্বপ্নপূরণ করতে হবে ৷ সেই লক্ষ্যে মনের জোরে নানাবিধ প্রতিকূলতা পেরিয়ে উচ্চমাধ্যমিকে রাজ্যে একাদশ হয়েছেন উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়ার সায়ন সাহা (Sayan Saha 11th in HS) ৷ তাঁর প্রাপ্ত নম্বর 488 ৷ সায়ন চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী উচ্চবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্র ৷ বাড়ি বাড়ি জল বিক্রি করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছে সে ৷ সায়নের বাবা গত সাত বছর ধরে শয্যাশায়ী ৷ সংসারের হাল সামলাতে মা ঝুমা সাহা বাদাম প্যাকিংয়ের কাজ করেন ৷ সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ভাল ফল করায় খুশি সায়নের পরিবার এবং তাঁর শিক্ষক-শিক্ষিকারা (Water Seller Sayan Saha from Gaighata Ranked 11th in Higher Secondary) ৷
সায়নের মা ঝুমা সাহা জানান, স্টোক হওয়ার পর তাঁর স্বামী প্রায় 7 বছর শয্যাশায়ী ৷ সংসারের হাল ধরতে বাদাম প্যাকিংয়ের কাজ শুরু করেছেন তিনি ৷ কিন্তু সেই আয়ে সংসার চালানো খুবই কঠিন ৷ তবে, ঝুমা সাহার শাশুড়ি তাঁদের খুবই সহযোগিতা করেন ৷ সায়নের পড়াশোনার খরচ তিনিই চালান ৷ কিন্তু, তিনিও সব ক্ষেত্রে পেরে ওঠেন না ৷ সেই কারণে নিজের পড়াশোনার খরচ ও সংসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সায়ন বাড়ি-বাড়ি জল দেওয়া শুরু করেন ৷ তার মাঝেও সময় করে পড়াশোনা করত সায়ন ৷
সায়নের স্কুল বাণী বিদ্যাবিথীর প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, "সায়নের জন্য আমরা গর্বিত ৷ এর মধ্যেও একটু আশাহত ৷ কারণ, কাউন্সিলের মেধাতালিকায় যাঁরা দশম হয়েছে তাঁদের প্রাপ্ত নম্বর 489 ৷ আর সায়নের প্রাপ্ত নম্বর 488 অর্থাৎ, এক নম্বরের জন্য সে দশম স্থানে যেতে পারেনি ৷ তাই একটু খারাপ লাগা ৷ সায়নের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তাঁর সাফল্য কামনা করি ৷ আমরা সব সময় সায়নের পাশে আছি ৷’’