মধ্যমগ্রাম, 13 মে : মাস্ক ও স্যানিটাইজ়ার বিতরণের মাধ্যমে পথচলতি সাধারণ মানুষকে সচেতন করলেন কোভিড হেল্প ডেস্কের সদস্যরা। বৃহস্পতিবার 'মা অন্নপূর্ণা কোভিড হেল্প ডেস্ক' নামে একটি সংগঠনের তরফে মধ্যমগ্রাম বাজারে ব্যবসায়ী এবং পথচলতি মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজ়ার তুলে দেওয়া হয়। একইসঙ্গে করোনা সচেতনতার বার্তাও দেওয়া হয় ৷ সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল গোটা দেশ । প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণ । লম্বা হচ্ছে মৃত্যুর তালিকা । এর থেকে ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ । সংক্রমণে লাগাম টানতে এই রাজ্যে আংশিক লকডাউন জারি করা হয়েছে । তারপরও হুঁশ ফিরছে না একশ্রেণীর মানুষের । কোভিড বিধিনিষেধ অমান্য করেই বাজার, রাস্তাঘাটে চলছে জমায়েত । কারও মুখে মাস্ক নেই তো, আবার মাস্ক থাকলে তা ঝুলছে থুতনিতে কিংবা কানে ৷
ফলে সংক্রমণের শঙ্কা বাড়ছেই ৷ এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল মধ্যমগ্রামের 'কোভিড হেল্প ডেস্ক'-নামে একটি সামাজিক সংগঠন । সংগঠনের সদস্যরা এদিন সকালে মধ্যমগ্রাম বাজারে গিয়ে ব্যবসায়ী ও পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেন মাস্ক এবং স্যানিটাইজ়ার ।
করোনা সচেতনতা বাড়াতে রাস্তায় স্বেচ্ছা সেবী সংগঠন আরও পড়ুন : কোভিশিল্ডের দুটি ডোজ়ের ব্যবধান বাড়িয়ে 12-16 সপ্তাহ করার প্রস্তাব
সংগঠনের কর্মকর্তা দীপঙ্কর দত্ত বলেন, "হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের সুবিধার্থেই আমরা ওই গ্রুপটি খুলেছি । গ্রুপে একটি লিঙ্কও দেওয়া হচ্ছে । তার মাধ্যমে কেউ কোনও সাহায্যের আবেদন করলে আমরা সেই সাহায্য তাঁর বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছি । সেটা অক্সিজেন, ওষুধপত্র হোক কিংবা রান্না করা খাবার । শুধু তাই নয়, করোনা নিয়ে সাধারণ মানুষকে আমরা নিয়মিত সচেতনও করছি । যা আজ করা হল মধ্যমগ্রাম বাজারে ।’’