বারাসত, 13 অগস্ট: রেলে কাটা পড়ে মাঝেমধ্যেই দুর্ঘটনায় ঘটত কোনও না কোনও মৃত্যু ৷ বিপদ থেকে মুক্তি পেতে শেষে রেললাইনেই শুরু হয় অকাল বিশ্বকর্মা পুজো । চলন্ত ট্রেন থামিয়ে চলে পুজো অর্চনাও । সেই থেকেই রীতিনীতি মেনে হয়ে আসছে অভিনব এই বিশ্বকর্মা পুজো ।
ঘটনাটি শিয়ালদা-হাসনাবাদ শাখার কয়রা কদম্বগাছি স্টেশনের সাত নম্বর রেলগেটের । মূলত রেলপাড়ের পূর্ব ইছাপুর গ্রামের বাসিন্দারা প্রতি শ্রাবণ মাসের শেষ শনিবারে অকাল এই বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন । তাঁদের দাবি, "এই পুজো শুরু হওয়ার পর থেকে এখানে দুর্ঘটনা কিংবা রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা অনেকটাই কমেছে । শেষ এগারো বছরে সেই অর্থে রেল দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ।" যা বিশ্বকর্মার অসীম কৃপা বলেই ধারণা পূর্ব ইছাপুর গ্রামের বাসিন্দাদের ।
আজ থেকে এগারো বছর আগে কয়রা কদম্বগাছি স্টেশন সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল পূর্ব ইছাপুর গ্রামের এক বাসিন্দার । তারপর থেকে যেন বিপদ আরও বেড়েছে সেখানে । মাঝেমধ্যেই রেল দুর্ঘটনায় কারো না কারো মৃত্যুর ঘটনা সামনে আসছিল । একের পর এক মৃত্যুতে কার্যত নাড়া দিয়ে গিয়েছিল রেলপাড়ের বাসিন্দাদের । রেল দুর্ঘটনায় প্রাণহানি রুখতে শেষে জোটবদ্ধ হন গ্রামবাসীরা । সকলে মিলে সিদ্ধান্ত নেন, বিশ্বকর্মার পুজো করার ।