পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vishwakarma Puja দুর্ঘটনা এড়াতে ট্রেন থামিয়ে রেললাইনে অকাল বিশ্বকর্মা পুজো - দুর্ঘটনামুক্ত হতে ট্রেন থামিয়ে রেললাইনে অকাল বিশ্বকর্মা পুজো

রেল দুর্ঘটনায় প্রাণহানি রুখতে প্রতিবছরই অকাল বিশ্বকর্মা পুজোয় (Vishwakarma Puja) মেতে ওঠেন রেলপাড়ের বাসিন্দারা । চলে চলন্ত ট্রেন থামিয়ে পুজো অর্চনা ও দেদার প্রসাদ বিলি ।

Vishwakarma Puja in Railway truck at North 24 parganas
Vishwakarma Puja

By

Published : Aug 13, 2022, 8:35 PM IST

বারাসত, 13 অগস্ট: রেলে কাটা পড়ে মাঝেমধ্যেই দুর্ঘটনায় ঘটত কোনও না কোনও মৃত্যু ৷ বিপদ থেকে মুক্তি পেতে শেষে রেললাইনেই শুরু হয় অকাল বিশ্বকর্মা পুজো । চলন্ত ট্রেন থামিয়ে চলে পুজো অর্চনাও । সেই থেকেই রীতিনীতি মেনে হয়ে আসছে অভিনব এই বিশ্বকর্মা পুজো ।

ঘটনাটি শিয়ালদা-হাসনাবাদ শাখার কয়রা কদম্বগাছি স্টেশনের সাত নম্বর রেলগেটের । মূলত রেলপাড়ের পূর্ব ইছাপুর গ্রামের বাসিন্দারা প্রতি শ্রাবণ মাসের শেষ শনিবারে অকাল এই বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন । তাঁদের দাবি, "এই পুজো শুরু হওয়ার পর থেকে এখানে দুর্ঘটনা কিংবা রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা অনেকটাই কমেছে । শেষ এগারো বছরে সেই অর্থে রেল দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ।" যা বিশ্বকর্মার অসীম কৃপা বলেই ধারণা পূর্ব ইছাপুর গ্রামের বাসিন্দাদের ।

চলন্ত ট্রেন থামিয়ে পুজো অর্চনা ও দেদার প্রসাদ বিলি

আজ থেকে এগারো বছর আগে কয়রা কদম্বগাছি স্টেশন সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল পূর্ব ইছাপুর গ্রামের এক বাসিন্দার । তারপর থেকে যেন বিপদ আরও বেড়েছে সেখানে । মাঝেমধ্যেই রেল দুর্ঘটনায় কারো না কারো মৃত্যুর ঘটনা সামনে আসছিল । একের পর এক মৃত্যুতে কার্যত নাড়া দিয়ে গিয়েছিল রেলপাড়ের বাসিন্দাদের । রেল দুর্ঘটনায় প্রাণহানি রুখতে শেষে জোটবদ্ধ হন গ্রামবাসীরা । সকলে মিলে সিদ্ধান্ত নেন, বিশ্বকর্মার পুজো করার ।

রেল দুর্ঘটনায় প্রাণহানি রুখতে অকাল বিশ্বকর্মা পুজো

2012 সালে রেললাইনের ওপরই প্রথম এই পুজোর প্রচলন শুরু হয় । সেই থেকেই টানা এগারো বছর ধরে ভক্তি সহকারে কয়রা কদম্বগাছি স্টেশনের সাত নম্বর রেলগেটের কাছে অকাল বিশ্বকর্মার বোধন হয়ে আসছে । যার ব্যতিক্রম ঘটেনি এবারও । শনিবার সকালে প্রথমে রেললাইনের ওপর পুজো শুরু করেন গ্রামের মহিলারা । এরপর সকাল সাড়ে আটটার আপ হাসনাবাদ লোকাল ট্রেনকে লাল কাপড় দেখিয়ে থামানোর পর বাকি পুজোর কাজ শুরু হয় ট্রেনের একেবারে সামনে (Vishwakarma Puja in Railway truck at North 24 parganas) ।

আরও পড়ুন:ভারতকে বাসযোগ্য রাখতে পরিবেশ রক্ষার লড়াই লড়ছেন যাঁরা

পুজো-অর্চনা, কাসর, ঘন্টা, শঙ্খ এবং উলুধ্বনিতে এদিন মুখরিত হয়ে ওঠে আকাশ-বাতাস । সবশেষে পুজোর প্রসাদ বিলি করা হয় ট্রেনের চালক, গার্ড ও যাত্রীদের মধ্যে । পনেরো মিনিট পর অবশ্য হাসনাবাদগামী ওই ট্রেনটি রওনা হয়ে যায় গন্তব্যের দিকে ।

ABOUT THE AUTHOR

...view details