পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojana: সিপিএম করায় মিলছে না আবাস যোজনার ঘর, দেগঙ্গায় স্থানীয়দের বিক্ষোভ - TMC News

আবাস যোজনার ঘর না-পেয়ে বিক্ষোভে সামিল হলেন দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, সিপিএম করাতেই দেওয়া হচ্ছে না ঘর (Awas Yojana)৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ৷

Etv Bharat
আবাস যোজনায় ঘর না পাওয়ায় দেগঙ্গায় গ্রামবাসীদের বিক্ষোভ

By

Published : Dec 19, 2022, 12:07 PM IST

Updated : Dec 19, 2022, 12:20 PM IST

দেগঙ্গা, 19 ডিসেম্বর: কোথাও ভূরি ভূরি দুর্নীতি । আবার কোথাও যোগ্য উপভোক্তাদের পরিবর্তে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে অযোগ্যদের । প্রধানমন্ত্রী আবাস যোজনায় এমনই কাণ্ড ঘিরে যখন রাজ্য রাজনীতি সরগরম ঠিক তখনই এই প্রকল্পের তালিকা নিয়ে উঠল আরও চাঞ্চল্যকর অভিযোগ (Villagers Protest in Deganga Against for Not Getting Awas Yojana Houses)। শুধুমাত্র সিপিএম করার অপরাধে আবাস যোজনার তালিকা থেকে উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছে । এই অভিযোগ তুলে রবিবার দেগঙ্গার নূরনগর পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । তাদের অভিযোগ, কাঁচা বাড়ি থাকার পরও যোগ্য উপভোক্তাদের বঞ্চিত করে প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ লোকজনকে । সরকারি কোনও সুবিধাই ঠিকমতো পাচ্ছেন না সিপিএমের লোকজন । তারই প্রতিবাদে এই বিক্ষোভ ৷ এই নিয়ে তৃণমূল পরিচালিত নূরনগর পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে সরবও হয়েছেন গ্রামবাসীরা । যদিও, তা অস্বীকার করে পালটা বিরোধীদের বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ।

দেগঙ্গার প্রায় 13টি অঞ্চলেই আবাস যোজনার প্রকল্প নিয়ে কমবেশি দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ উঠেছে । সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে দেগঙ্গা-সহ জেলার বিভিন্ন গ্রামে সমীক্ষাও চলছে প্রশাসনের তরফে । জানা গিয়েছে, নূরনগর পঞ্চায়েতের বসনা বেনাপুর গ্রামে বেশ কয়েকজন সিপিএম পরিবারের বসবাস । অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁরা কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না ঠিকমতো । অথচ, ঝাঁ চকচকে বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকাতে স্বচ্ছল পরিবারের সদস্যদের নাম রয়েছে ৷

আরও পড়ুন :বিডিও অফিসে 'বাংলার' আবাস যোজনার বোর্ড !

এই বিষয়ে মুসলিমা বিবি নামে এক গ্রামবাসী বলেন, "টালির ঘর থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা মেলেনি আমাদের । শুধু প্রতিশ্রুতিই দেওয়া হচ্ছে । কাজের কাজ কিছু হচ্ছে না । আমরা চাই, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হোক যোগ্য উপভোক্তাদের ।"

এদিকে, সিপিএমের দেগঙ্গা তিন নম্বর এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস মৈত্র বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমীক্ষার কাজ নিরপেক্ষভাবে হচ্ছে না । এর জন্য দায়ী তৃণমূলের পঞ্চায়েত । তারা বেছে বেছে সিপিএমের লোকজনকে উপভোক্তার তালিকা থেকে বাদ দিচ্ছে । পরিবর্তে সেই জায়গায় প্রকল্পের তালিকায় নাম দেওয়া হচ্ছে তৃণমূল ঘনিষ্ঠদের ।এটা শুধু দেগঙ্গা নয়, গোটা রাজ্য জুড়েই এই অনিয়ম চলছে ।"

আরও পড়ুন :প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম না-থাকায় বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের

এই ইস্যুতে সিপিএমের পাশে দাঁড়িয়ে শাসকদলকে নিশানা করেছে গেরুয়া শিবিরও । স্থানীয় বিজেপি নেতা তরুণকান্তি ঘোষ বলেন,"গ্রামবাসীদের বিক্ষোভ যুক্তি সঙ্গত । বেশিরভাগ জায়গাতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে বিরোধী দলের কর্মী-সমর্থকদের । এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ।"

অন‍্যদিকে,অভিযোগ উড়িয়ে নূরনগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান উমা দাস বলেন,"সরকারি প্রকল্পের ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্ব করা হয় না । এর পিছনে বিরোধী দলের চক্রান্ত রয়েছে । তা সত্ত্বেও নির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে আমরা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব ।"

আরও পড়ুন :বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় প্রধানের বাবার নাম

Last Updated : Dec 19, 2022, 12:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details