বাগদা, 8 জুন : নৌকাবিলাসে বেরিয়ে এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তপ্ত বাগদা ৷ ঘটনাস্থলে উপস্থিত সিভিক ভলান্টিয়ারের নিষ্ক্রিয়তার কারণে তাকে গ্রেফতারির দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ এলাকাবাসীর ৷ রাস্তায় জ্বলল টায়ার (Villagers agitation in protest of a death in Bagdah) । সোমবার রাতে বাগদা থানার বাজিৎপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাসের মৃত্যু ঘিরেই ঘটনার সূত্রপাত ৷ জানা গিয়েছে, ওইদিন রাতে মৃত রবীন্দ্রনাথ বিশ্বাস তাঁর কয়েকজন সঙ্গীকে নিয়ে ইছামতি নদীতে নৌকাবিলাসে বেরিয়েছিলেন ৷ সেই সময়ে বাজিৎপুর ব্রিজের উপর থেকে কয়েকজন যুবক প্রস্রাব করছিলেন ৷ রবীন্দ্রনাথ এবং তাঁর সঙ্গীরা সেই ঘটনার প্রতিবাদ করলে শুরু হয় বচসা ।
ব্রিজের উপরে থাকা যুবকদের সঙ্গে রবীন্দ্রনাথ ও তাঁর সঙ্গীদের কথা কাটাকাটি শুরু হয় ৷ যা পরবর্তীতে হাতাহাতির রূপ নেয় ৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার ৷ সব দেখেশুনেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলেই অভিযোগ মৃতের সঙ্গী এবং স্থানীয় বাসিন্দাদের ৷ ঘটনার পর বাজিৎপুরে মন্দিরের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রবীন্দ্রনাথ বিশ্বাসকে ৷ তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতের পরিবারের দাবি, রবীন্দ্রনাথ বিশ্বাসকে খুন করা হয়েছে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের উদ্রেগ ঘটে ৷