পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagdah Death Incident : নৌকাবিলাসে বেরিয়ে ব্যক্তি মৃত্যু, উত্তাল বাগদায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

বাগদায় ব্যক্তির মৃতদেহ রাস্তায় নামিয়ে পথ অবরোধ এলাকাবাসীর ৷ টায়ার জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের ৷ অভিযুক্ত সিভিক পুলিশকে গ্রেফতারের দাবি (Villagers agitation in protest of a death in Bagdah) ৷

Bagdah Death Incident
বাগদায় দেহ নিয়ে পথ অবরোধ এলাকাবাসীর

By

Published : Jun 8, 2022, 9:12 AM IST

Updated : Jun 8, 2022, 2:08 PM IST

বাগদা, 8 জুন : নৌকাবিলাসে বেরিয়ে এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তপ্ত বাগদা ৷ ঘটনাস্থলে উপস্থিত সিভিক ভলান্টিয়ারের নিষ্ক্রিয়তার কারণে তাকে গ্রেফতারির দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ এলাকাবাসীর ৷ রাস্তায় জ্বলল টায়ার (Villagers agitation in protest of a death in Bagdah) । সোমবার রাতে বাগদা থানার বাজিৎপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাসের মৃত্যু ঘিরেই ঘটনার সূত্রপাত ৷ জানা গিয়েছে, ওইদিন রাতে মৃত রবীন্দ্রনাথ বিশ্বাস তাঁর কয়েকজন সঙ্গীকে নিয়ে ইছামতি নদীতে নৌকাবিলাসে বেরিয়েছিলেন ৷ সেই সময়ে বাজিৎপুর ব্রিজের উপর থেকে কয়েকজন যুবক প্রস্রাব করছিলেন ৷ রবীন্দ্রনাথ এবং তাঁর সঙ্গীরা সেই ঘটনার প্রতিবাদ করলে শুরু হয় বচসা ।

ব্রিজের উপরে থাকা যুবকদের সঙ্গে রবীন্দ্রনাথ ও তাঁর সঙ্গীদের কথা কাটাকাটি শুরু হয় ৷ যা পরবর্তীতে হাতাহাতির রূপ নেয় ৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এক সিভিক ভলেন্টিয়ার ৷ সব দেখেশুনেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলেই অভিযোগ মৃতের সঙ্গী এবং স্থানীয় বাসিন্দাদের ৷ ঘটনার পর বাজিৎপুরে মন্দিরের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রবীন্দ্রনাথ বিশ্বাসকে ৷ তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃতের পরিবারের দাবি, রবীন্দ্রনাথ বিশ্বাসকে খুন করা হয়েছে ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের উদ্রেগ ঘটে ৷

নৌকাবিলাসে বেরিয়ে ব্যক্তি মৃত্যু, উত্তাল বাগদায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্রনাথের মৃতদেহ ময়নাতদন্তের পর এলাকায় আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দোষীদের গ্রেফতারের দাবিতে শিন্দ্রানী টালিখোলা রাজ্য সড়কের বাজিৎপুর মোড় এলাকার রাস্তায় উপরে মৃতদেহ নামিয়ে রেখে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন গ্রামের বাসিন্দারা । খবর পেয়ে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা । পুলিশকে ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করেন স্থানীয়রা। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক হয়নি বলেই খবর ৷

আরও পড়ুন : Mysterious Death Of a Woman : ধান খেতে পড়ে মহিলার মুণ্ডহীন দেহ, মাথা পুকুরে

Last Updated : Jun 8, 2022, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details