উত্তর 24 পরগনা, 8 জানুয়ারি: যোগী রাজ্যে বদায়ুঁতে মহিলাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্যে প্রতিবাদে সামিল হল বাম ছাত্র ও যুব সংগঠনগুলি। বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসতের চাঁপাডালি মোড়ে অবরোধ ও বিক্ষোভ করে তারা। মিনিট কুঁড়ির অবরোধে টাকি ও 35 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। যার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
বদায়ুঁতে গণধর্ষণ করে খুন, বারাসতে প্রতিবাদ - বদায়ুতে মহিলাকে গণধর্ষণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল জ্বালায় বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। এর আগে বারাসতের রাস্তায় এক প্রতিবাদ মিছিলও সংগঠিত করেন এসএফআই ও ডিওয়াইএফআই-এর কর্মীরা।
প্রতিবাদে বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা
পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল জ্বালায় বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। এর আগে বারাসতের রাস্তায় এক প্রতিবাদ মিছিলও সংগঠিত করেন এসএফআই ও ডিওয়াইএফআই-এর কর্মীরা।
অন্যদিকে, এই গণধর্ষণের ঘটনায় চারদিন পর শুক্রবার সকালে মূল অভিযুক্ত মন্দিরের মহন্তকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত মহন্ত সত্যনারায়ণ তার এক শিষ্যের বাড়িতে গা ঢাকা দিয়েছিল।