কলকাতা, 2 জুলাই : গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বিধাননগর পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের নিউটাউন তারুলিয়া সেকেন্ড লেন এলাকায় । মৃত গৃহবধূ সুস্মিতা দাসের (30) বাপের বাড়ির তরফে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
প্রসঙ্গত, 12 বছর আগে নিউটাউনের তারুলিয়া সেকেন্ড লেনের বাসিন্দা প্রসেনজিৎ দাসের সঙ্গে বিয়ে হয় নিউটাউনের থাকদাড়ির বাসিন্দা সুস্মিতা দাসের । বছর দশেকের ছেলে ও ছোট এক মেয়েও রয়েছে তাঁদের ৷ বিয়ের পরই সুস্মিতাকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা ও অন্যান্য জিনিস আনার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হত বলে তাঁর মায়ের দাবি । এমনকি, এই দাবি না মানলে মেয়ের উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা, এমনটাই অভিযোগ সুস্মিতার মায়ের ৷ তাঁর কথায়, বিয়ের পর থেকে সুস্মিতাকে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে দিত না ।