পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিউটাউনে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা ? - Unusual death of a housewife

নিউটাউনে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্য়ু ৷ নিছক আত্মহত্যা নাকি খুন ? উঠছে একাধিক প্রশ্ন ৷ তদন্তে নিউটাউন থানার পুলিশ ৷

নিউটাউনের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
নিউটাউনের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

By

Published : Jul 2, 2021, 8:41 AM IST

কলকাতা, 2 জুলাই : গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বিধাননগর পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডের নিউটাউন তারুলিয়া সেকেন্ড লেন এলাকায় । মৃত গৃহবধূ সুস্মিতা দাসের (30) বাপের বাড়ির তরফে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।


প্রসঙ্গত, 12 বছর আগে নিউটাউনের তারুলিয়া সেকেন্ড লেনের বাসিন্দা প্রসেনজিৎ দাসের সঙ্গে বিয়ে হয় নিউটাউনের থাকদাড়ির বাসিন্দা সুস্মিতা দাসের । বছর দশেকের ছেলে ও ছোট এক মেয়েও রয়েছে তাঁদের ৷ বিয়ের পরই সুস্মিতাকে বাপের বাড়ি থেকে টাকা পয়সা ও অন্যান্য জিনিস আনার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হত বলে তাঁর মায়ের দাবি । এমনকি, এই দাবি না মানলে মেয়ের উপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা, এমনটাই অভিযোগ সুস্মিতার মায়ের ৷ তাঁর কথায়, বিয়ের পর থেকে সুস্মিতাকে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে দিত না ।

বৃহস্পতিবার রাতে প্রতিবেশীদের কাছ থেকে সুস্মিতার মৃত্যুর খবর পান তাঁর বাপের বাড়ির সদস্যরা । তড়িঘড়ি তাঁরা সুস্মিতার শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন বন্ধ ঘরের মধ্যে তাঁদের মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে । এরপরই নিউটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় । যদিও সুস্মিতার শ্বশুরবাড়ির দাবি, স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ায় সে নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ৷

নিউটাউনে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে তাঁর মায়ের বক্তব্য

আরও পড়ুন :আগুনে পোড়া যুবতীর নগ্ন দেহ উদ্ধার বর্ধমানে

বৃহস্পতিবার রাতে সুস্মিতার পরিবারের তরফ থেকে নিউটাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে । এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details