দেগঙ্গা, 15 ডিসেম্বর : সারা ভারত কিষাণ খেতমজুর সংগঠনের ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার দেগঙ্গার বিএলআরও অফিসে । আন্দোলনকারীদের সঙ্গে কর্মীদের বচসা, ধস্তাধস্তিতে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ায় অফিস চত্বরে (Clash BLRO Office At Deganga)। অভিযোগ, ডেপুটেশন দিতে এলে আন্দোলনকারীদের বাধা দেওয়া হয়, এমনকি নিগ্রহও করা হয়। যার জেরে ক্ষোভে ফেটে পড়েন সারা ভারত কিষাণ খেতমজুর সংগঠনের কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই এদিন তাঁরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে এসেছিলেন বিএলআরও অফিসে। কিন্তু সেই ডেপুটেশন তো গ্রহণ করা হয়নি। উল্টে বিএলআরও সাহেবের মদতে কিছু দালাল কর্মী-সমর্থকদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয় অফিস থেকে। যদিও তা অস্বীকার করে পাল্টা আন্দোলনকারীদের বিরুদ্ধেই অফিস চত্বরে অশান্তি পাকানোর অভিযোগ এনেছেন দেগঙ্গার বিএলআরও।
কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এদিন দুপুরে দেগঙ্গার বিএলআরও অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলেন সারা ভারত কিষাণ খেতমজুর সংগঠনের কর্মী-সমর্থকরা। তখনই বিএলআরও আধিকারিকের দফতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে প্রথমে বচসা,তারপর অফিস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির জেরে ধুন্ধুমার বেধে যায় সেখানে। ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় অফিস চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেগঙ্গার বিএলআরও অফিসে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিভিন্ন পরিষেবা নিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না বলেও অভিযোগ একাংশের। সেখানে দৌরাত্ম্য বেড়েছে দালালদেরও। সেই সমস্ত অভিযোগ থেকে মানুষকে সুরাহা দিতে এদিন আন্দোলনে নামে সারা ভারত কিষাণ খেতমজুর সংগঠন।