পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Deganga ICDS Centre: দেরিতে আসায় উপস্থিতির খাতায় সই করতে বাধা রাঁধুনির, শিক্ষিকার উপর চড়াও অভিযুক্ত - দেগঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্র

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেরি করে আসায় রাঁধুনিকে উপস্থিতির খাতায় সই করতে বাধা শিক্ষিকার (Unpleasant Incident at the Deganga ICDS Centre) ৷ তার জেরেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার গলা টিপে ধরার অভিযোগ রাঁধুনির বিরুদ্ধে ৷ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । লিখিত অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া আশ্বাস দেগঙ্গা পুলিশের ৷

Etv Bharat
উপস্থিতির খাতায় সই করতে বাধা পেয়ে শিক্ষিকার উপর চড়াও রাধুনি

By

Published : Dec 23, 2022, 8:07 PM IST

Updated : Dec 23, 2022, 8:57 PM IST

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকার উপর চড়াও রাঁধুনি

দেগঙ্গা, 23 ডিসেম্বর:আইসিডিএস কেন্দ্রে দেরি করে আসায় হাজিরার খাতায় সই করতে দেননি শিক্ষিকা (Unpleasant incident happened at the deganga ICDS centre) ৷ তার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পারভিন সুলতানাকে গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ রাঁধুনির বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার দেগঙ্গার দোহাড়িয়া গ্রামে । অভিযুক্ত রাঁধুনি ফিরদৌসি বেগমের উপর চড়াও হন গ্রামবাসীরা ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

দেগঙ্গার দোহাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলছে সরকার অনুমোদিত এই আইসিডিএস কেন্দ্রটি । মূলত গ্রামের শিশুরাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠনপাঠন করে । অভিযোগ, অবৈতনিক এই প্রাথমিক কেন্দ্রের শিক্ষিকা পারভিন সুলতানা নিয়ম মেনে আসলেও, রাঁধুনি ফিরদৌসি বেগম নিয়ম মেনে স্কুলে আসেন না । অধিকাংশ সময়ই দেরি করে আসার অভিযোগ তাঁর বিরুদ্ধে । এই নিয়ে ওই শিক্ষিকা তাঁকে সতর্ক করলেও, কর্ণপাত করেননি রাঁধুনি ফিরদৌসি বেগম । অন্যান্য দিনের মতো শুক্রবার তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেরি করে আসেন ৷

এরপর হাজিরার খাতায় সই করতে গেলে তাঁকে বাধা দেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা পারভিন সুলতানা । তখনই দু’জনের বিরুদ্ধে মত পার্থক্য সৃষ্টি হয় । অভিযোগ, সেই সময় ওই শিক্ষিকার গলা টিপে ধরেন রাঁধুনি । শিক্ষিকাকে মারধরেরও অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে । ঘটনার আকষ্মিকতায় পড়ুয়া ও উপস্থিত অভিভাবকরাও হকচকিয়ে যান ৷ তাঁরাই অভিযুক্ত রাঁধুনিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আটকে রেখে রাঁধুনির উপর চড়াও হন ৷ অভিযোগ, উত্তেজিত জনতা অভিযুক্ত রাঁধুনিকে মারধরও করেন । খবর পেয়েই ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

আরও পড়ুন:কুড়ি বছর ধরে চলছে যাযাবরের মতো, স্থায়ী ঠাঁই খুঁজছে বাণীপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র

ঘটনাস্থলে উপস্থিত মহম্মদ গিয়াসউদ্দিন নামে এক গ্রামবাসী বলেন, "শুধু স্কুলে দেরি করে আসাই নয়, মিড-ডে মিলের খাদ্য দ্রব্যও মাঝেমধ্যে কারচুপি ও করেন ওই রাঁধুনি । এই নিয়ে তাঁর ওপর বেজায় ক্ষুদ্ধ অভিভাবকরাও ।" অভিযুক্ত রাঁধুনির কড়া শাস্তির দাবিতেও সরব হয়েছেন গ্রামবাসী থেকে অভিভাবক সকলেই । যদিও, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস কেন্দ্রের রাঁধুনি ফিরদৌসি বেগম । বিষয়টি নিয়ে দেগঙ্গা থানার পুলিশ জানায়, অভিযুক্ত রাঁধুনিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে । লিখিত অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

Last Updated : Dec 23, 2022, 8:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details