পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নৈহাটিতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু,খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

2 মে কিছু দুষ্কৃতী সন্তুর উপর চড়াও হয় ৷ এর পর তার বাড়ি ভাঙচুর-সহ তাকে বেধড়ক মারধর করে তারা ৷ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে ৷ মারধরের ঘটনার পর সন্তু অসুস্থ হয়ে পড়লে তাকে গতকাল নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ফের দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় ৷

নৈহাটিতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু
নৈহাটিতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু

By

Published : May 7, 2021, 2:26 PM IST

নৈহাটি, 7মে : নৈহাটি বিধানসভার বেনেপুকুর এলাকার এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ মৃত ওই বিজেপি কর্মীর নাম সন্তু মণ্ডল ৷ বয়স 28 বছর ৷

জানা গিয়েছে, 2মে কিছু দুষ্কৃতী সন্তুর উপর চড়াও হয় ৷ এর পর তার বাড়ি ভাঙচুর-সহ তাকে বেধড়ক মারধর করে তারা ৷ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে ৷ মারধরের ঘটনার পর সন্তু অসুস্থ হয়ে পড়লে তাকে গতকাল নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ফের দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় ৷ দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে গিয়ে সেখান থেকে পালিয়ে কলকাতার হাসপাতালের দিকে রওনা দেয় সন্তু এবং তার পরিবার ৷ কোনও মতে কলকাতার হাসপাতালে পৌছালেও সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

নৈহাটিতে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু

যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সনত দে বলেন, "সন্তুর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে ৷ ময়না তদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ এই মৃত্যুর সঙ্গে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয় ৷ আমরা সন্তুর পরিবারের সঙ্গে আছি ৷"

আরও পড়ুন :12 ঘণ্টা বাড়িতে পড়ে করোনা আক্রান্তের মৃতদেহ, উদাসীন প্রশাসন

ABOUT THE AUTHOR

...view details