বারাসত, 3 এপ্রিল :নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রবিবার চাঞ্চল্য ছড়াল বারাসতে । মৃতার নাম আনিসা খাতুন (14)। রবিবার সকালে কাজিপাড়ায় মামারবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই নাবালিকার (Unnatural Death of a minor girl in barasat) । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠায় ৷
ঘটনায় খুনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে নাবালিকার পরিবার । তাঁদের অভিযোগ, নাবালিকার মা এবং সৎ বাবা পথের কাঁটা সরাতে পরিকল্পনা করে ওই নাবালিকাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে ৷ অভিযোগ পেয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এটি খুন না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে বলে জানান তদন্তকারী অফিসাররা ।
আরও পড়ুন :Unnatural Death Of A Woman : পাণ্ডুয়ায় মহিলার অস্বাভাবিক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ
বাপের বাড়ির কাজিপাড়া এলাকার এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় নাবালিকার মা মাসকুরা বিবির ৷ তার ফলে পারিবারিক অশান্তির জেরে সাত বছর আগে প্রথম পক্ষের স্বামী আজগর আলির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মাসকুরার ৷ এরপর থেকে মেয়েকে নিয়ে পাকাপাকিভাবে বাপের বাড়িতেই থাকতে শুরু করেন তিনি । এক বছরের মধ্যে বাপের বাড়ির এলাকার মাকরুল হোসেন মোল্লা নামে কাজিপাড়ার ওই ব্যক্তির সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাসকুরা ।
নাবালিকার বাবা অর্থাৎ মাসকুরার প্রথম পক্ষের স্বামী আজগর আলির অভিযোগ, এরপরই নাবালিকা মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে মা মাসকুরা ও সৎ বাবা মাকরুল ৷ তাঁর দাবি, এই কথা মাঝে মধ্যেই তাঁর দত্তপুকুরের বাড়িতে এসে মেয়ে জানাত । আনিসার মৃত্যু স্বাভাবিক নয় ৷ মাসকুরা এবং তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী মাকরুল হোসেন মোল্লা দু'জনে মিলেই শ্বাসরোধ করে তাকে খুন করেছে । খুনের পর আত্মহত্যার তত্ত্ব সাজাতে দেহ ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে । ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন আজগর আলি ।
যদিও এই বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই মাসকুরা বিবি এবং তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী মাকরুল হোসেন মোল্লার কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
আরও পড়ুন :2 Children Injured in a Bomb Blast : বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম 2 শিশু