ব্যারাকপুর, 3 জুন : বিশ্ববাংলার 'ব'-কে বিকৃত করে 'রাম' লিখে দেওয়া হল । ঘটনাটি উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার মাদরাল এলাকার । দলের সঙ্গে এর কোনও যোগ নেই বলে জানিয়েছে স্থানীয় BJP নেতৃত্ব ।
এলাকায় একটি হনুমান মন্দির রয়েছে । মন্দির চত্বরে রাজ্য সরকারের তরফে বিশ্ববাংলার একটি স্ট্যাচু বসানো হয় । আজ দেখা যায়, বিশ্ববাংলার 'ব'-কে বিকৃত করে রাম লিখে দেওয়া হয়েছে । পাশাপাশি, গোলকের উলটো দিকে 'মা' লেখা হয়েছে ।
স্থানীয় BJP নেতা অরুণ ব্রহ্ম বলেন, "বিশ্ববাংলার লোগো কোনও সরকারি সম্পত্তি নয় । এটা বসানোর সময় যারা প্রতিবাদ করতে পারেনি, তারা বিশ্ববাংলাকে রাম বাংলা করে দিয়েছে ।"
ভিডিয়োয় শুনুন অরুণ ব্রহ্মর বক্তব্য এঘটনায় BJP-কে আক্রমণ করেন উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক । বলেন, "এটা অসভ্য, বর্বরতার চরম নিদর্শন । একজন সাংসদের(অর্জুন সিং) এই গুন্ডামি আগে কখনও দেখিনি । এটা সমাজবিরোধী কার্যকলাপ । একাজ যে করেছে পুলিশ তাকে চিহ্নিত করেছে । সাংসদ নিজেও ছাড় পাবেন না । এভাবে বেশিদিন চলতে পারে না । ধসে পড়ে যাবে ।"