পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shantanu Slams Abhishek: অভিষেক আসার আগেই ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার, প্রতিবাদেরও হুঁশিয়ারি শান্তনুর - কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

আগামিকাল রবিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তার আগে ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ল ৷ অভিষেক হলে প্রতিবাদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু ঠাকুর ৷

Shantanu Slams Abhishek
Shantanu Slams Abhishek

By

Published : Jun 10, 2023, 8:27 PM IST

Updated : Jun 10, 2023, 8:48 PM IST

ঠাকুরবাড়িতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার

গাইঘাটা (উত্তর 24 পরগনা), 10 জুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে আসার আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঠাকুরবাড়িতে একাধিক ফ্লেক্স লাগানো হয়েছে । মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ-গুরুচাঁদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে এই ফ্লেক্স লাগিয়েছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ । আগামিকাল রবিবার প্রতিবাদও হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ।

আগামিকাল বিকেল 3টে নাগাদ উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে পুজো দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে শনিবার শান্তনু ঠাকুরের মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে ঠাকুরবাড়িতে । সেখানে লেখা রয়েছে, "মতুয়াদের উপাস্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরকে অপমানজনক উক্তি করায় সকল মতুয়া ভক্তগণ প্রতিবাদ জানাই । মতুয়াদের আরাধ্য শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে অপমানকারিণী মুখ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার । শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরকে কুরুচিকরভাবে অপমান করায় মুখ্যমন্ত্রীকে জানাই ধিক ধিক ধিক্কার ।"

অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ভক্তদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ধর্মগুরুদের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তা নিয়ে তিনি এখনও পর্যন্ত ক্ষমা চাননি । তিনি যদি ক্ষমা না চান, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন । আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে । তবে তাদের প্রতিবাদের ধরন কেমন হবে, তা নিয়ে কিছু বলতে চাননি তারা ।

এই নিয়ে শান্তনু ঠাকুর বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি মতুয়াদের আরাধ্য দেবতাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই বিষয় তিনি এখনও পর্যন্ত ক্ষমা চাননি । আর এখন পঞ্চায়েত ভোটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে আসছেন । এই রাজনীতি তাঁকে করতে দেওয়া হবে না । আগামিকাল ভক্তদের পক্ষ থেকে প্রতিবাদ হবে । অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর গোবর জল দিয়ে ঠাকুরবাড়ি শুদ্ধিকরণ করা হবে ।’’

অন্যদিকে মমতাবালা ঠাকুর বলেন, ‘‘পোস্টার মতুয়ারা কেউ দেয়নি । শান্তনুর লোকেরা দিয়েছে । শান্তনুর সঙ্গে এখন কোনও লোক নেই ৷ সেই কারণে এই সব করে বিজেপিকে দেখাতে চাইছে আমার সঙ্গে লোক আছে ।’’

আরও পড়ুন:নবজোয়ার নিয়ে 3 দিনের জন্য শনিবার উত্তর 24 পরগনা যাচ্ছেন অভিষেক

Last Updated : Jun 10, 2023, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details