দেগঙ্গা, 28 মার্চ : ফের শিরোনামে উত্তর 24 পরগনার দেগঙ্গা ৷ এবার পটলের ক্ষেতে মিলল অজ্ঞাতপরিচয় এক মহিলার বিবস্ত্র দেহ (Unidentified Body of an Woman Recovered in Deganga) ৷ ফলে মহিলাকে ধর্ষণ করা হয়েছে কিনা, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ মহিলার দেহের পাশে রক্তমাখা কাপড়ও উদ্ধার করেছে পুলিশ ৷ দেহের পাশে মদের বোতল, গ্লাস, জলের বোতল পড়েছিল বলে পুলিশ সূত্রে খবর ৷ বেড়াচাঁপা 1নং পঞ্চায়েতের নন্দীপাড়া এলাকার ঘটনায় পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠিয়েছে ৷ সেই সঙ্গে ঘটনাস্থলে পড়ে থাকা যাবতীয় জিনিসও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ মহিলার সঙ্গে ঠিক কী ঘটেছে জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷
তবে, মহিলার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ যা দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়েছে ৷ তবে, নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ ৷ দেগঙ্গার বেড়াচাঁপা 1নং নম্বর পঞ্চায়েতের নন্দীপাড়ার কুচেমোড়া এলাকায় পটলের ক্ষেত রয়েছে কুতুবউদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তির ৷ সোমবার সকালে সেই পটল ক্ষেতের ভিতরে তিনি অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ দেখতে পান ৷