পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Azad Kashmir Issue: দেশের পক্ষে দুর্ভাগ্যজনক, ‘আজাদ কাশ্মীর’ প্রশ্ন বিতর্কে মন্তব্য সাধ্বী নিরঞ্জন জ্যোতির

প্রশ্নপত্রে আজাদ কাশ্মীর দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Niranjan Jyoti on Azad Kashmir Issue) ৷ বিষয়টিতে মুখ্যমন্ত্রীকে ভাবনা চিন্তার পরামর্শ দিয়েছেন তিনি ৷

Niranjan Jyoti on Azad Kashmir Issue ETV BHARAT
Niranjan Jyoti on Azad Kashmir Issue

By

Published : Jan 18, 2023, 9:55 PM IST

‘আজাদ কাশ্মীর’ প্রশ্ন বিতর্কে প্রতিক্রিয়া সাধ্বী নিরঞ্জন জ্যোতির

উত্তর 24 পরগনা, 18 জানুয়ারি: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে মালদার রামকৃষ্ণ মিশনের প্রশ্নপত্রে ‘আজাদ কাশ্মীর’ ছাপা হয়েছিল ৷ ইটিভি ভারতে সেই খবর প্রথম প্রকাশিত হয়েছিল ৷ সেই নিয়েই এবার রাজ্য সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Niranjan Jyoti on WBBSE Test Paper ) ৷ পুরো বিষয়টিকে ভারতীয়দের জন্য দুর্ভাগ্য (Unfortunate for Country) বলে মবন্ত্য করেছেন তিনি ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর এনিয়ে ভাবনাচিন্তা করা ফচিত বলে জানান তিনি ৷

রাজ্যের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ টেস্ট পেপারে তৈরি করেছে ৷ সেই টেস্টে পেপারেই 132 নম্বর পাতায় মানচিত্র শনাক্তকরণের প্রশ্নে লেখা রয়েছে 'আজাদ কাশ্মীর'। যা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে ৷ যা নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার সমালোচনায় সরব হয়েছেন ৷ তিনি অভিযোগ করেছেন, এই ধরনের বিষয় ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে নেগেটিভ ন্যারেটিভ ছড়িয়ে দেবে ৷ যে প্রচেষ্টা ভুল হচ্ছে এবং তা বন্ধ হওয়া উচিত ৷

এদিন সেই ইস্যু নিয়েই রাজ্য সরকারকে নিশানা করেছেন কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷ তিনি বলেন, ‘‘এটা দেশের দুর্ভাগ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীর নিয়ে বলিদান দিয়েছিলেন। অথচ সেই দেশের একটি রাজ্যের এই ধরনের ঘটনা ঘটছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর এ বিষয়ে ভাবা উচিত ৷ এই ধরনের আওয়াজ ওঠা দেশকে ভাঙার চক্রান্তের সমান ৷’’ সাধ্বী নিরঞ্জন জ্যোতি প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির তদন্তে আসা কমিটির সঙ্গে রাজ্যে এসেছেন ৷ আগামী 4 দিন তিনি উত্তর 24 পরগনার বিভিন্ন গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করবেন ৷

আরও পড়ুন:মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে 'আজাদ কাশ্মীর'

তার আগে এদিন বিমানবন্দরে নেমে গৌরীপুর কালী মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি ৷ সেখান থেকে তিনি হাবড়ার উদ্দেশ্যে রওনা দেন ৷ উল্লেখ্য, এদিন তাঁকে জোশীমঠ নিয়েও প্রশ্ন করা হয় ৷ যা নিয়ে তিনি জানান, এই পুরো বিষয়টি প্রাকৃতিক দুর্যোগের বিষয় ৷ তাই রাজ্য ও কেন্দ্রীয় সরকার এনিয়ে লাগাতার দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details