পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Unemployment in Bengal: অধ্যাপনার স্বপ্ন নিয়ে 'শিক্ষিত বেকারের ক্যাফে' ইউনিভার্সিটি টপার রাজুর - বেকার শিক্ষিত যুবক

শিক্ষা বিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেছেন রাজু মণ্ডল ৷ এরপর পিএইচডির জন্যও চেষ্টা করেছেন ৷ তবে সুযোগ পাননি তিনি ৷ এদিকে চাকরি না পেয়ে রাস্তার ধারে একটি ছোট্ট রেস্তোরাঁ খুলেছেন বেকার, শিক্ষিত যুবক ৷

ETV Bharat
রাজু মণ্ডলের শিক্ষিক বেকারের ক্যাফে

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 3:24 PM IST

চাকরি না পেয়ে শিক্ষিক বেকার যুবকের ক্যাফে

গাইঘাটা, 15 সেপ্টেম্বর: ছোট থেকে অধ্যাপনার স্বপ্ন, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে স্নাতক, স্নাতকোত্তর, বিএড করেছেন রাজু মণ্ডল ৷ এরপর অধ্যাপনার জন্য নেট পরীক্ষায় পাশ করেছেন তিনি, প্রাথমিকে শিক্ষাকতার জন্য টেট পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন ৷ এদিকে প্রাথমিকে চাকরির বিষয়টি আদালতে বিচারাধীন ৷ তাই এত ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরি পাননি রাজু ৷

রাজুর ঝুলিতে রয়েছে ইউনিভার্সিটি টপারের খেতাব ৷ নেট-সেট পাশ করে একাধিকবার পিএইচডি-র জন্য চেষ্টা করেছেন ৷ তবে সুযোগ পাননি ৷ চেষ্টা করেও মিলছে না চাকরি ৷ এরই মধ্যে দুশ্চিন্তায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন 26 বছরের রাজু মণ্ডল ৷ উপায় খুঁজতে নিজের অধ্যাপনার স্বপ্নকে সঙ্গী করে পরিবারের হাল ধরতে গাইঘাটার চাঁদপাড়ায় খুলেছেন ক্যাফে বা রেস্তোরাঁ ৷ এর নাম দিয়েছেন 'শিক্ষিত বেকারের ক্যাফে' ৷

আরও পড়ুন: রক্ষকই শিক্ষক; বিনামূল্যে কোচিং ক্লাস পুলিশ সুপারের, চাকরি পাচ্ছেন ডুয়ার্সের দুঃস্থ পড়ুয়ারা

উত্তর 24 পরগনার ঠাকুরনগরের বাসিন্দা রাজু মণ্ডল ৷ নদিয়া জেলার হরিণঘাটা কলেজ থেকে এডুকেশনে অনার্স নিয়ে স্নাতক পাশ করেছেন ৷ স্নাতক পাশের পর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে স্বর্ণপদকও পেয়েছেন রাজু ৷ এরপর 2020 সালে নেট ও সেট পাশ করেছেন ৷ কিন্তু পিএইচডি জন্য ইন্টারভিউতে বসেও সুযোগ মেলেনি ৷ রাজু মণ্ডলের স্বপ্ন অধ্যাপক হওয়ার ৷

রাজুর ক্যাফেতে পাওয়া যাচ্ছে, চাউমিন, মোগলাই, বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্টফুড ৷ 'শিক্ষিত বেকারের ক্যাফে' নামটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ধীরে ধীরে ক্যাফেতে ভিড় জমতে শুরু হয়েছে ৷

সংসারের প্রসঙ্গে রাজু জানান, দুই ভাই-বোনের মধ্যে তিনিই বড় ৷ তাঁর বাবা ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন ৷ বাবারও বয়স হয়েছে ৷ তাই পরিবারের হাল ধরতে এবং নিজেকে মানসিক ভাবে সুস্থ রাখতে ক্যাফে খুলতে বাধ্য হয়েছেন শিক্ষিত যুবক রাজু ৷ ক্যাফে চালানোর পাশাপাশি নিজেকে তৈরি করছেন ৷ রাজুর মতে, কোনও কাজই ছোট নয় ৷ তবে তাঁর আক্ষেপ সংবাদপত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতির খবর দেখা যাচ্ছে ৷ অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠছে ৷ এদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি চাকরি পাচ্ছেন না ৷

আরও পড়ুন: যাদবপুরের মৃত পড়ুয়ার মা'কে স্বাস্থ্য ভবনে চাকরি নবান্নের

রাজুর এই ক্যাফে চালানোয় তাঁকে উৎসাহ জোগাচ্ছেন তাঁর মা মায়া মণ্ডল ৷ তবে ছেলের এই কাজ ভিতরে ভিতরে মেনে নিতে পারছেন না তিনি ৷ মায়া দেবী জানান, "ছোট থেকে ছেলের অধ্যাপক হওয়ার ইচ্ছে ৷ যার জন্য দিন-রাত পরিশ্রম করেছে রাজু ৷ ভালো রেজাল্টও করেছে ৷ দুই ছেলে-মেয়েকে পড়াশোনা করানোর জন্য রাজুর বাবা বছরের পর বছর বাইরে আছেন ৷ ঠিকমতো বাড়িতেও আসেন না ৷" বাবা-মায়ের স্বপ্ন ছিল, ছেলে পড়াশোনা করে অধ্যাপক হবেন ৷ হাল ফিরবে পরিবারের ৷ কিন্তু চাকরি না-পেয়ে দিনের পর দিন চোখের সামনে ছেলেকে ভেঙে পড়তে দেখেছেন মায়া দেবী ৷

তিনি বলেন, "এক সময় রাজু মানসিক ভাবে ভেঙে পড়েছিল ৷ ঘর থেকে বেরত না ৷ ঠিকমতো খাওয়াদাওয়াও করছিল না ৷ আমার কাছে কান্নায় ভেঙে পড়ত ৷" তখন মা-ই লড়াই করার সাহস জুগিয়েছেন ৷ ছেলেন মন ভালো রাখতে ক্যাফে খোলায় সহমত জানিয়েছেন তিনি ৷ যতটা পারেন রাজুকে সহযোগিতা করেন ৷ তিনি চান, রাজুর অধ্যাপক হওয়ার স্বপ্ন পূরণ হোক ৷

রাজুর ক্যাফে চালার বিষয়টি সামাজিক মাধ্যমে দেখে হতবাক হয়েছেন তাঁর শিক্ষক জয়দেব হালদার ৷ প্রথমে তিনি বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না ৷ তিনি বলেন, "সবচেয়ে প্রতিভাবান ছাত্র ছিল রাজু ৷ আমি ভেবেছিলাম রাজুর অধ্যাপক হওয়ার স্বপ্ন পূরণ হবে ৷" এই যোগ্যতাও রাজুর আছে বলে বিশ্বাস করেন শিক্ষক জয়দেব হালদার ৷

আরও পড়ুন: আধাসেনায় ভুয়ো শংসাপত্র দিয়ে বাংলার চাকরি কাড়ছে ভিন রাজ্যের নাগরিক, হাইকোর্টে দায়ের মামলা

চাকরি না-পেয়ে রাজুর এই ক্যাফে খোলার উদ্যোগকে বাহবা দিচ্ছেন অনেকেই ৷ তবে প্রশ্ন উঠছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগের তালিকা দিনে দিনে লম্বা হচ্ছে ৷ টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাওয়ার অভিযোগ সামনে আসছে ! সেই কারণেই কি রাজুর মতো শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে ? দোকানের নাম হচ্ছে, 'শিক্ষিত বেকারের ক্যাফে', 'এমএ ইংলিশ চাওয়ালি', 'বিটেক চাওয়ালা' !

ABOUT THE AUTHOR

...view details