গাইঘাটা, 15 সেপ্টেম্বর: ছোট থেকে অধ্যাপনার স্বপ্ন, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে স্নাতক, স্নাতকোত্তর, বিএড করেছেন রাজু মণ্ডল ৷ এরপর অধ্যাপনার জন্য নেট পরীক্ষায় পাশ করেছেন তিনি, প্রাথমিকে শিক্ষাকতার জন্য টেট পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন ৷ এদিকে প্রাথমিকে চাকরির বিষয়টি আদালতে বিচারাধীন ৷ তাই এত ডিগ্রি থাকা সত্ত্বেও চাকরি পাননি রাজু ৷
রাজুর ঝুলিতে রয়েছে ইউনিভার্সিটি টপারের খেতাব ৷ নেট-সেট পাশ করে একাধিকবার পিএইচডি-র জন্য চেষ্টা করেছেন ৷ তবে সুযোগ পাননি ৷ চেষ্টা করেও মিলছে না চাকরি ৷ এরই মধ্যে দুশ্চিন্তায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন 26 বছরের রাজু মণ্ডল ৷ উপায় খুঁজতে নিজের অধ্যাপনার স্বপ্নকে সঙ্গী করে পরিবারের হাল ধরতে গাইঘাটার চাঁদপাড়ায় খুলেছেন ক্যাফে বা রেস্তোরাঁ ৷ এর নাম দিয়েছেন 'শিক্ষিত বেকারের ক্যাফে' ৷
আরও পড়ুন: রক্ষকই শিক্ষক; বিনামূল্যে কোচিং ক্লাস পুলিশ সুপারের, চাকরি পাচ্ছেন ডুয়ার্সের দুঃস্থ পড়ুয়ারা
উত্তর 24 পরগনার ঠাকুরনগরের বাসিন্দা রাজু মণ্ডল ৷ নদিয়া জেলার হরিণঘাটা কলেজ থেকে এডুকেশনে অনার্স নিয়ে স্নাতক পাশ করেছেন ৷ স্নাতক পাশের পর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে স্বর্ণপদকও পেয়েছেন রাজু ৷ এরপর 2020 সালে নেট ও সেট পাশ করেছেন ৷ কিন্তু পিএইচডি জন্য ইন্টারভিউতে বসেও সুযোগ মেলেনি ৷ রাজু মণ্ডলের স্বপ্ন অধ্যাপক হওয়ার ৷
রাজুর ক্যাফেতে পাওয়া যাচ্ছে, চাউমিন, মোগলাই, বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্টফুড ৷ 'শিক্ষিত বেকারের ক্যাফে' নামটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ধীরে ধীরে ক্যাফেতে ভিড় জমতে শুরু হয়েছে ৷
সংসারের প্রসঙ্গে রাজু জানান, দুই ভাই-বোনের মধ্যে তিনিই বড় ৷ তাঁর বাবা ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন ৷ বাবারও বয়স হয়েছে ৷ তাই পরিবারের হাল ধরতে এবং নিজেকে মানসিক ভাবে সুস্থ রাখতে ক্যাফে খুলতে বাধ্য হয়েছেন শিক্ষিত যুবক রাজু ৷ ক্যাফে চালানোর পাশাপাশি নিজেকে তৈরি করছেন ৷ রাজুর মতে, কোনও কাজই ছোট নয় ৷ তবে তাঁর আক্ষেপ সংবাদপত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতির খবর দেখা যাচ্ছে ৷ অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠছে ৷ এদিকে যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি চাকরি পাচ্ছেন না ৷