ব্যারাকপুর, ২০ মার্চ : গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে চলল দুষ্কৃতীদের গুলি। ব্যবসায়ীর নাম প্রবীর দে। ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়া উষুমপুর বটতলা এলাকার।
প্রবীরবাবুর বাড়ি লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় কেউ হতাহত না হলেও জানালার কাচ ভেঙে যায়। ঘটনাস্থানে ঘোলা থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রবীরবাবু বলেন, "দু'জন যুবক বাইকে এসে বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। তারপরই তারা ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায়। কাউকেই চিনতে পারা যায়নি। কী কারণে গুলি চলল তাও আমার কাছে স্পষ্ট নয়।"
পুলিশের অনুমান, পুরোনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা। কয়েকমাস আগে প্রবীরবাবুর ভাই কুট্টু দেও দুষ্কৃতীদের হাতে খুন হয়। তাই দুষ্কৃতীরা প্রবীর দে কেও খুন করার চক্রান্তে ছিল কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।