বসিরহাট, 3 মার্চ : "পরিবেশ গভীর রোগে আক্রান্ত, চাইছে আমাদের সবার মরমী সহায়তা ।" এমন বার্তা নিয়েই পরিবেশ রক্ষার ব্রতে বসিরহাট থেকে পুরী সাইকেলে পাড়ি দিলেন বসিরহাটের দুই যুবক ৷
বসিরহাট থানার সহযোগিতায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একাধিক অভিনব কর্মসূচির একটি এই সাইকেল যাত্রা । লক্ষ্য বিভিন্ন বিষয়ে সমাজে সচেতনতার বার্তা দেওয়া ৷ স্বেচ্ছাসেবী সংগঠনটি বিশ্ব উষ্ণায়ন, প্লাস্টিক বর্জন তথা পরিবেশ রক্ষার বার্তা দেয় যেমন, তেমনই মরণোত্তর চক্ষুদান প্রসঙ্গে সাধারণ মানুষকে জানানোও রয়েছে তাঁদের কর্মসূচিতে । সচেতনতার সেই বার্তা রাজ্য ছাড়িয়ে ছড়িয়ে দিতেই অভিনব সাইকেলে ভ্রমণ বসিরহাটের জনার্দন হালদার ও শিবব্রত দেবনাথের । জনার্দন ও শিবব্রত পেশায় ফেরিওয়ালা । তাঁরাই এবার রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে, রাজ্য ডিঙিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দেবেন ৷ এইসঙ্গে ভুবনেশ্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে একটি আলোচনাতে অংশগ্রহণ করবেন ।