হালিশহর, ১১ ফেব্রুয়ারি : পুরোনো বাড়ি ভাঙার সময় দেওয়াল চাপা পড়ে মৃত দুই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু'জন। আজ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহরে। খবর পেয়ে ঘটনাস্থানে আসে হালিশহর থানার পুলিশ ও দমকল।
বাড়ির দেওয়াল ভেঙে মৃত ২ - halisahar
পুরোনো বাড়ি ভাঙার সময় দেওয়াল চাপা পড়ে মৃত দুই শ্রমিক, চিকিৎসাধীন আরও দু'জন।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহরের ৪ নম্বর ওয়ার্ডের রাম-সীতা লেনে ছায়া ব্যানার্জি নামে এক মহিলার পুরোনো বাড়ি ভাঙার সময় দেওয়াল চাপা পড়ে চারজন। স্থানীয় বাসিন্দারা আহতদের কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। দেওয়ালের নীচে আরও কেউ চাপা পড়ে আছে কি না, সেটা খতিয়ে দেখে দমকল।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করার জন্য ভাঙার কাজ চলছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।