পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-TMC : বনগাঁয় বিজেপিতে ভাঙন, 2 হাজার কর্মী-সমর্থক ফিরলেন তৃণমূলে - BJP

শুক্রবার বনগাঁর প্রায় 2 হাজার বিজেপি কর্মী-সমর্থক গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৷

2ooo-bjp-workers-rejoin-trinamool-congress-at-bongao
BJP-TMC : বনগাঁয় বিজেপিতে ভাঙন, 2 হাজার কর্মী-সমর্থক ফিরলেন তৃণমূলে

By

Published : Sep 4, 2021, 12:52 PM IST

Updated : Sep 4, 2021, 4:07 PM IST

বনগাঁ, 4 সেপ্টেম্বর : কয়েকদিন আগে ভারতীয় জনতা পার্টি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন উত্তর 24 পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ৷ এবার ওই জেলার বনগাঁয় বিজেপিতে বড়সড় ভাঙন ধরল ৷ শুক্রবার সেখানকার প্রায় 2 হাজার কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করলেন ৷ সেই তালিকায় রয়েছেন বিজেপির বনগাঁ উত্তর পৌরমণ্ডলের সভাপতি শোভন বৈদ্য, বিজেপি-র জেলা কিষান মোর্চা সাধারণ সম্পাদক-সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা ৷

আরও পড়ুন :TMC-BJP : কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি থেকে ছাড় পাচ্ছেন না অভিষেকের স্কুলের বন্ধুরাও, অভিযোগ সুখেন্দুশেখরের

বনগাঁয় এবার বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করেছে ৷ তার পরও একজন বিধায়ক এবং বেশ কয়েকজন নেতা-সহ কর্মী-সমর্থকরা কেন দল ছাড়ছেন ? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে ৷

শুক্রবার দুপুরে বনগাঁ বাটার মোড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপির বনগাঁ উত্তর পৌরমণ্ডলের সভাপতির দায়িত্বে থাকা শোভন বৈদ্য বলেন, ‘‘বনগাঁয় বিরোধীরা আসন পাওয়ার পরে ভারতীয় জনতা পার্টির মধ্যে সাংগঠনিকভাবে ব্যাপক গন্ডগোল সৃষ্টি হয়েছে । বনগাঁ লোকসভার সাংসদ এবং তাঁর অনুগত কয়েকজন বিধায়ক সংগঠনকে মান্যতা না দিয়ে বিভিন্ন জায়গায় দল বিরোধী কার্যকলাপ করছে । জেলা সভাপতির সঙ্গে সাংসদের যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে । তাতে কাজ করা সম্ভব হচ্ছিল না । সেই কারণে ভারতীয় জনতা পার্টি থেকে আমরা তৃণমূলে যোগদান করলাম ।"

আরও পড়ুন :By-Election : 30 সেপ্টেম্বর ভোট ভবানীপুরে, গণনা 3 অক্টোবর

যদিও বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবর্ষি বিশ্বাস বলেন, "2200 নয় । কয়েকজন যোগদান করেছেন । ভোটের আগে পিকের টিম ঢুকেছিল । দল বিরোধী কাজের জন্য যাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাঁরাই চলে গিয়েছেন । এতে বিজেপির ভালই হবে । সুষ্ঠুভাবে সংগঠন চলবে ।"

দলবদলের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানি সরকার ৷ তিনি বলেন, "বনগাঁ শহর ও বাইরে থেকে বিজেপি নেতা-কর্মীরা দলে দলে যোগদান করছেন । বিজেপি থেকে তৃণমূলের ছাতার তলায় চলে আসছে । এরা মনে-প্রাণে তৃণমূল ৷ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে একটু আলাদা হয়ে গিয়েছিলেন । কিন্তু এখন সকলের জোটবদ্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য ।"

আরও পড়ুন :Shantanu Thakur : বিশ্বজিৎ দাসের দলবদলকে গুরুত্ব দিলেন না কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর

ওই অনুষ্ঠানে ছিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শংকর দত্ত ৷ তিনি বলেন, "বিজেপি দলটাই ভাঙাচোরা । ওই দলের কোনও নিয়ম নীতি নেই । গন্ডগোল পাকানোই এদের কাজ । ফলে ওদের দল ভেঙে নিশ্চিহ্ন হবে । বিজেপি থেকে দলে দলে সকলে তৃণমূলে চলে আসবে ।"

বনগাঁয় বিজেপিতে ভাঙন, 2 হাজার কর্মী-সমর্থক ফিরলেন তৃণমূলে

স্থানীয় রাজনৈতিক সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ধরনের ভাঙনের ঘটনা আরও ঘটবে ৷ কারণ, বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে স্থানীয় জেলা সভাপতি মনস্পতি দেব ও তাঁর অনুগামীদের বিবাদ চরমে পৌঁছেছে । দুই পক্ষের মধ্যে কার্যত মুখ দেখাদেখি বন্ধ ৷

আরও পড়ুন :Adhir to Amit : লালকুপ থেকে কাকমারি পর্যন্ত রাস্তা তৈরির আর্জি জানিয়ে শাহকে চিঠি অধীরের

Last Updated : Sep 4, 2021, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details