ব্যারাকপুর, 7 জুলাই : ডিউটি সেরে বাড়ি ফেরার পথে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশকর্মীর । মৃতদের নাম- মানিকলাল দত্ত(44) ও অগ্নিভ পাল(26)। মানিকলাল দত্ত খড়দা থানার সাব ইন্সপেক্টর ছিলেন । তাঁর শ্যালক অগ্নিভ ব্যারাকপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। দু'জনেরই বাড়ি ভাটপাড়া এলাকায় ।
পথ দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিশকর্মীর - barrackpore
গতকাল রাত 10টা নাগাদ ডিউটি শেষে একটি বাইকে বাড়ি ফিরছিলেন তাঁরা। তখনই ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
![পথ দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিশকর্মীর barrackpore](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7922796-thumbnail-3x2-police.jpg)
গতরাতে 10টা নাগাদ ডিউটি শেষে একটি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন দু'জনে। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে কুন্ডুবাড়ি মোড়ের কাছে একটি গাড়িকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। বাইক থেকে তাঁরা পড়ে যান। সেই সময় কাঁচরাপাড়া-কলকাতাগামী একটি বাস তাঁদের পিষে দেয় । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের । বাসটিকে সোদপুর থেকে আটক করেছে পুলিশ ।
ওই এলাকার বাসিন্দা কমল যাদব জানান, গতকাল রাত 10টা নাগাদ একটি শব্দ শুনে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দেখেন, রাস্তার উপর একটি মোটরবাইক পড়ে রয়েছে ৷ তার পাশেই পড়ে রয়েছে দুই ব্যক্তি ৷ তাঁদের মধ্যে একজন পুলিশের পোশাকে ছিলেন ৷ দু'জনেরই ঘটনাস্থানে মৃত্যু হয় ৷