পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panihati Murder Case : বাবার মৃত্যুর বদলা নিতেই পানিহাটিতে দ্বিতীয় খুন, গ্রেফতার 2 - পানিহাটি যুবক খুন

পানিহাটিতে মহম্মদ আরমান খুনে গ্রেফতার 2 জন ৷ শনিবার পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তির মৌলানা সেলিম রোড এলাকায় মহম্মদ আরমানকে কুপিয়ে খুন করা হয় ৷ ধৃত ব্য়ক্তিদের নাম শেখ বশির এবং শেখ রামজান আসিফ (Panihati Murder Case) ৷

North 24 Parganas Crime News
অভিযু্ক্ত শেখ বশির

By

Published : Mar 20, 2022, 3:01 PM IST

Updated : Mar 20, 2022, 4:25 PM IST

পানিহাটি, 20 মার্চ : শনিবার পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের আগরপাড়া নয়াবস্তির মৌলানা সেলিম রোড এলাকায় মহম্মদ আরমান নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয় (Panihati Murder Case) ৷ এই খুনে গ্রেফতার হয়েছে 2 জন ৷ ধৃতদের নাম শেখ বশির এবং শেখ রামজান আসিফ।

পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । ধৃত শেখ বশির এবং শেখ রমজান আসিফ দু‘জনের বাবাকেই খুন করেছিল শেখ আরমান । সেই খুনের বদলা নিতেই আরমানকে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Attack on Higher Secondary Examinee : বাজি ফাটানোর প্রতিবাদ করায় রক্তাক্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

2007 সালে শেখ রমজান আসিফের বাবা শেখ রিয়াজকে কুপিয়ে খুন করে আরমান । এরপর 2012 সালে শেখ বশিরের বাবা উজির আলিকেও কুপিয়ে এবং গুলি করে খুন করে আরমান । শেখ বশির এবং শেখ রমজানের অভিযোগ, 15 দিন আগে জেল থেকে বেরিয়ে মহম্মদ আরমান, শেখ বশির এবং শেখ রমজান আসিফকে খুন করার হুমকি দিচ্ছিল । তাদের বাবাকে যেভাবে খুন করেছে, ঠিক সেইভাবেই বশির এবং রমজান আসিফকে খুন করবে বলে হুমকি দিচ্ছিল মহম্মদ আরমান বলে দাবি করে ধৃত শেখ বশির ।

আরও পড়ুন : Massive fire in Behala : ভয়াবহ আগুন বেহালায়, পরপর 22টি দোকান পুড়ে ছাই

শনিবার আগরপাড়া নয়াবস্তি এলাকায় মহম্মদ আরমানকে শেখ বশির এবং রমজান দেখতে পায় ৷ তখনই আরমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় ইট দিয়ে থেঁতলে এই দু‘জন খুন করে বলে অভিযোগ ।

গত রবিবার খুন হন পানিহাটির নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত ৷ সেই ঘটনায় দু'জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ কাউন্সিলর খুনের এই ঘটনা নিয়ে এখনও উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তার মাঝেই ফের পানিহাটিতেই খুনের ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ৷ ঘটনার তদন্ত করেছে পুলিশ ৷

Last Updated : Mar 20, 2022, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details