বসিরহাট, 14 নভেম্বর : দীপাবলির আগেই কয়েক লাখ টাকার বাজি উদ্ধার করল বসিরহাট থানার পুলিশ । বেআইনি বাজি বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তারও করেছে ।
গতকাল বসিরহাট থানার ইটিন্ডা রোড, ইছামতী খেয়াঘাট ও টাকি রোডের ত্রিমোহিনী এলাকায় অভিযান চালিয়ে ওই বাজিগুলি বাজেয়াপ্ত করা হয় । পুলিশ সূত্রে খবর, দুই বাজি ব্যবসায়ীকে বাজি-সহ গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার করা বাজির বাজারমূল্য কয়েক লাখ টাকা ।