পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Canning Dead by drowning: পুকুরে স্নান করতে নেমে ক্য়ানিংয়ে দুই নাবালিকার মৃত্যু - Canning Dead by drowning

স্নান করতে নেমে জলে ডুবে মৃত্য়ু দুই নাবালিকার (Canning Dead by drowning) ৷ এলাকায় শোকের ছায়া ৷ ঘটনাটি ক্যানিং থানার তালদির রাজাপুর এলাকার ৷

Canning Dead by drowning
স্নান করতে নেমে দুই নাবালিকার মৃত্যু

By

Published : Apr 18, 2022, 9:23 PM IST

ক্যানিং,18 এপ্রিল : পুকুরে স্নান করতে নেমে মৃত্য়ু হল দুই নাবালিকার (Canning Dead by drowning) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার তালদির রাজাপুর এলাকায় ৷ জানা গিয়েছে, ওই দুই ছাত্রীর নাম পিয়ালি নাইয়া ও ইশা বৈদ্য।

ক্যানিং থানার তালদি রাজাপুর এলাকার বাসিন্দা তারা । সোমবার সকালে স্কুলে যাওয়ার আগে এলাকারই একটি পুকুরে স্নান করতে গিয়েছিল পিয়ালি ও ইশা । বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফিরছিল না ৷ এদিকে এলাকার কয়েকজন ওই নাবালিকাদের তলিয়ে যেতে দেখে তড়িঘড়ি জল থেকে টেনে তুলে নিয়ে আসে ৷ সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন :Recover Newborn Baby in Pandaveswar: পাণ্ডবেশ্বরে ঝোপ থেকে মিলল সদ্যোজাত কন্যা

সেখানেই চিকিৎসকরা দুই ছাত্রীকে মৃত বলে জানান ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । দুই নাবালিকার এই মর্মান্তিক মৃত্য়ুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা ।

ABOUT THE AUTHOR

...view details