বসিরহাট, 2 জুন :স্বামী-স্ত্রীর অন্তঃরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে পুলিশের হাতে গ্রেফতার হল দুই নাবালক (Two minor boys arrest for threatening couple intimate image going to viral) । ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের পশ্চিম দন্ডিরহাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের একজনের বয়স 14 বছর। অন্যজনের বয়স 16 বছর।
বুধবার রাতের দিকে জানলা খুলে শুয়ে ছিলেন এক দম্পতি। সেই সুযোগে প্রতিবেশী দুই নাবালক স্বামী-স্ত্রীর অন্তঃরঙ্গ মুহূর্তের ছবি গোপনে মোবাইল বন্দি করে বলে অভিযোগ। পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল হতেই সেই ছবি দেখিয়ে ওই দম্পতিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে দু'জনে। অভিযোগ, দম্পতির কাছ থেকে তারা পাঁচ হাজার টাকা দাবি করে ৷ টাকা না দিলে দু'জনের অন্তঃরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে।