পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর 24 পরগনায় নতুন ভোটারের সংখ্যা বাড়ল প্রায় 2 লাখ - বিধানসভা নির্বাচন 2021

তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছিল তার মধ্যে বেশিরভাগই মৃত । তবে, ঠিকানা পরিবর্তনের জন্য অনেকেই আবেদন করার পরও ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়নি বলে অভিযোগ উঠেছে । তাঁদের সংশ্লিষ্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করে নতুনভাবে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ।

উত্তর ২৪ পরগণা
উত্তর ২৪ পরগণা

By

Published : Feb 1, 2021, 3:39 PM IST

বারাসত, 1 ফেব্রুয়ারি : প্রায় দু'লাখ নতুন ভোটার বাড়ল উত্তর 24 পরগনা জেলায় । সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তা থেকেই এই তথ্য মিলেছে । প্রশাসন সূত্রে আরও জানা গেছে, এ বছর তালিকা থেকে প্রায় 80 হাজার ভোটারের নাম বাদ পড়েছে ।

গত 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলেছে এরাজ্যে । ঠিকানা বদল, নাম নথিভুক্ত-সহ সংযোজন ও বিয়োজন মিলিয়ে মোট 7 লাখ 29 হাজার 18 টি আবেদনপত্র জমা পড়েছিল । সমস্ত আবেদন খতিয়ে দেখার পর, জেলার 33 বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে 1 লাখ 85 হাজার 58 । তালিকা থেকে বাদ পড়েছে 80 হাজার 597 জনের নাম । এরমধ্যে সিংহভাগই মৃত বলে খবর প্রশাসন সূত্রে ।

জেলার ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য মোট 87 হাজার 81 টি আবেদন জমা পড়েছিল । সঠিক নথির অভাবে সমস্ত মৃত ভোটারের নাম বাদ দেওয়া সম্ভব হয়নি । ঠিকানা বদলের জন্য যাঁরা আবেদন করেছিলেন এছাড়া কোনও কারণে যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের নতুনভাবে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে । সেই আবেদনও ধাপে ধাপে গ্রাহ্য করা হবে । পরবর্তীতে জেলায় ভোটার সংখ্যা বাড়ার সম্ভাবনাও রয়েছে ।

আরও পড়ুন : 10 বছরে শীতলতম ফেব্রুয়ারি, রাজ্যের 14 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা

এদিকে, চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 79 লাখ 75হাজার 444 । তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 40 লাখ 40হাজার 707 এবং মহিলা ভোটারের সংখ্যা 39 লাখ 34হাজার 537 । তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 200 ।

ABOUT THE AUTHOR

...view details