হাড়োয়া, 28 জুলাই : হাড়োয়ার বিদ্যাধরী নদী থেকে প্রথমে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ। তার কয়েক ঘণ্টা পরেই ওই নদী থেকেই উদ্ধার হয় হাত-পা বাঁধা এক যুবতির দেহ। জোড়া দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার হাড়োয়ায়।
হাড়োয়ায় বিদ্যাধরী নদী থেকে উদ্ধার জোড়া দেহ - দেহ উদ্ধার
হাড়োয়ার বিদ্যাধরী নদী থেকে প্রথমে উদ্ধার ব্যক্তির দেহ। তার কয়েক ঘণ্টা পরেই হাত-বা বাঁধা অবস্থায় কয়েক কিলোমিটার দূরে ওই নদীতেই উদ্ধার যুবতির দেহ। ঘটনা দুটির কোনও যোগসূত্র রয়েছে কিনা তদন্ত করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, সোমবার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া সংলগ্ন বিদ্যাধরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই হাড়োয়ার আটপুকুর অঞ্চলের উচিলদহ গ্রামের বিদ্যাধরী নদী থেকে উদ্ধার হয় এক যুবতীর হাত বাঁধা দেহ। উদ্ধার হওয়া যুবতীর নাম পরিচয় জানা যায়নি।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হাড়োয়ায় বিদ্যাধরী নদী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ দুটিকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। দেহ উদ্ধারের সময় যুবতীর হাত-পা বাঁধা থাকায় খুনের সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দেহ দুটির পরিচয় জানার সঙ্গে সঙ্গেই খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।