গোবরডাঙ্গা, 23 জুলাই: ব্যাগ ভর্তি বন্দুকের গুলি ৷ আর সেই কার্তুজ বিক্রি করতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপির প্রার্থী। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাসুদেব চক্রবর্তী এবং বিক্রম ঠাকুর। দু'জনেই অশোকনগর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ তাদের কাছে কোথা থেকে এত গুলি এল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যদিও পালটা তৃণমূলের দিকেই ' মিথ্যা মামলা দিয়ে কোনঠাসা করার' অভিযোগ তুলছে বিজেপি ৷
উত্তর 24 পরগনার অশোকনগর থানার সেনাডাঙার বাসিন্দা । হাবড়া দুই নম্বর পঞ্চায়েতের সমিতির 5 নম্বর আসনের বিজেপির প্রার্থী ছিলেন বাসুদেব চক্রবর্তী, বিক্রম ঠাকুর ভুরকুণ্ডা গ্রামপঞ্চায়েতের 32 নম্বর বুথের প্রার্থী। দুই জনই নির্বাচনে হেরে গিয়েছেন বলে খবর। আর তাদের কাছ থেকেই 40 রাউন্ড গুলি উদ্ধার করেছে মছলন্দপুরের পুলিশ। গুলি বিক্রি করার উদ্যেশেই ধৃতরা গোবরডাঙা এলাকায় এসেছিল বলে প্রাথমিক অনুমানে জানিয়েছে পুলিশ। বিজেপি প্রার্থীদের গ্রেফতার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অন্যদিকে, পদ্ম শিবিরের অভিযোগ, বিজেপির প্রার্থী হওয়ার দু'জনকে ফাঁসানো হয়েছে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে। তবে এখনও রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। মাঝে মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার খবর আসছে। এই পরিস্থিতিতে প্রচুর গুলি-সহ বিজেপির দুই প্রার্থী গ্রেফতার হওয়ায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পরেছে গেরুয়া শিবির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি বাইকে চেপে ব্যাগ ভর্তি গুলি নিয়ে গোবরডাঙ্গা থানার প্রতাপনগর এলাকায় এসেছিল বাসুদেব ও বিক্রম। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে এই দু'জনকে গ্রেফতার করে পুলিশ।