পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রাকের চাকায় পিষ্ট দুই বাইক আরোহী, অবরোধ বসিরহাটের টাকি রোডে - deadly road accident in basirhat taki road

মঙ্গলবার রাতে বসিরহাটের টাকি রোডে এক পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর ৷ একটি ট্রাক তাঁদের পিষে দেয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের ৷ কারোরই হেলমেট ছিল না ৷ পালিয়ে যায় ঘাতক ট্রাকটি ৷ ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷

বসিরহাটে বাইক দুর্ঘটনা ৷
বসিরহাটে বাইক দুর্ঘটনা ৷

By

Published : Apr 7, 2021, 1:45 PM IST

বসিরহাট, 7 এপ্রিল : ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হল দুই বাইক আরোহীর। তাঁদের কারোরই মাথায় হেলমেট ছিল না। মৃতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকায় । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় । ফলে, যানজট তৈরি হয় গুরুত্বপূর্ণ এই রোডে । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

মঙ্গলবার রাতে টাকি রোড ধরে বাইকে করে বসিরহাটের দিকে যাচ্ছিলেন দু'জনে । শিকরাকুলীন এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারায় তাঁদের বাইকটি । ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা বাইকের সামনে । দুর্ঘটনায় রাস্তার উপর ছিটকে পড়েন দু'জনেই । সেই সময় দ্রুত গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হন তাঁরা । মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা । ফলে, মাথার ঘিলু বেরিয়ে আসে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দু'জনের । দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায় । এতেই উত্তেজিত হয়ে ওঠেন জনতা । চালকের গ্রেফতারির দাবিতে শুরু হয় টাকি রোডে অবরোধ । চলে বিক্ষোভও । তীব্র যানজট তৈরি হয় ৷ বেশ কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

এদিকে, ঘটা করে রাজ্য সরকারের 'সেফ ড্রাইভ, সেভ লাইফ'-কর্মসূচি চললেও এক শ্রেণির মানুষ এখনও যে হেলমেট পরার গুরুত্ব বুঝতে চাইছেন না তা এই দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু থেকেই স্পষ্ট ।কার্যত একে বুড়ো আঙুল দেখিয়ে একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছে হেলমেটবিহীন বাইক আরোহীরা । এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

মাটিয়া থানার পুলিশ জানিয়েছে, মৃত দুই বাইক আরোহীর পরিচয় জানার চেষ্টা চলছে । ঘাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details