পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mobile Smuggling: কাপড় ব্যবসার আড়ালে মোবাইল পাচার, গ্রেফতার 2 - two arrested in charges of mobile smuggling

কাপড় ব্যবসার আড়ালে চলছে চোরাই মোবাইল পাচার (Mobile Smuggling) ৷ গোপন সূত্রে খবর পেয়ে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Illegal Mobile Smuggling
কাপড় ব্যবসার আড়ালে মোবাইল পাচার

By

Published : Sep 24, 2022, 9:15 PM IST

Updated : Sep 24, 2022, 10:40 PM IST

বনগাঁ, 24 সেপ্টম্বর: কাপড় ব্যাবসার আড়ালে বাংলাদেশে রমরমিয়ে চলছিল চোরাই মোবাইল পাচার (Mobile Smuggling)। খবর পেয়ে দুই আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেফতার করল উত্তর 24 পরগণার গোপালনগর থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় গোপালনগর থানা এলাকার 16 নং রেলগেট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ধৃতদের নাম ইমরান মণ্ডল ও আনোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 10 দিন আগে আনোয়ার হোসেন ব্যবসায়ী ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি মূলত ভারত-বাংলাদেশে কাপড়ের ব্যবসা করেন। অপর অভিযুক্ত ইমরান মণ্ডল গোপালনগরের মোবাইল ব্যবসায়ী ৷ ইমরান বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন সংগ্রহ করত। পরবর্তীতে সেগুলি আনোয়ার কাপড়ের ব্যাবসার আড়ালে বাংলাদেশে পাচার করত। অভিযোগ, বাংলাদেশে মোবাইল ফোনগুলির ইএমআই নম্বর পরিবর্তন করে চড়া দামে বিক্রি করে দেওয়া হত।

কাপড় ব্যবসার আড়ালে মোবাইল পাচার

আরও পড়ুন: একযোগে বিধায়ক-পুলিশের অভিযান, গ্রেফতার বেআইনি মাটির কারবারি

সীমান্তে সোনা ও পাচারকারীদের (বাংলাদেশী) পাশাপাশি মোবাইল পাচাকারীদের একটি চক্র নাকি সক্রিয় হয়ে উঠেছে। সেইমতো গোপালনগর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 16 নম্বর এলাকায় হানা দেয় বৃহস্পতিবার ৷ সেখান থেকে দু'জনকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার জয়ীতা বসু বলেন, "ধৃতদের থেকে 72 টি চোরাই মোবাইল ও বাংলাদেশি মুদ্রায় 5 হাজার 710 টাকা উদ্ধার হয়েছে।" পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত ৷ তা জানতেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ ৷

Last Updated : Sep 24, 2022, 10:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details