বনগাঁ, 24 সেপ্টম্বর: কাপড় ব্যাবসার আড়ালে বাংলাদেশে রমরমিয়ে চলছিল চোরাই মোবাইল পাচার (Mobile Smuggling)। খবর পেয়ে দুই আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেফতার করল উত্তর 24 পরগণার গোপালনগর থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় গোপালনগর থানা এলাকার 16 নং রেলগেট থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। ধৃতদের নাম ইমরান মণ্ডল ও আনোয়ার হোসেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 10 দিন আগে আনোয়ার হোসেন ব্যবসায়ী ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি মূলত ভারত-বাংলাদেশে কাপড়ের ব্যবসা করেন। অপর অভিযুক্ত ইমরান মণ্ডল গোপালনগরের মোবাইল ব্যবসায়ী ৷ ইমরান বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন সংগ্রহ করত। পরবর্তীতে সেগুলি আনোয়ার কাপড়ের ব্যাবসার আড়ালে বাংলাদেশে পাচার করত। অভিযোগ, বাংলাদেশে মোবাইল ফোনগুলির ইএমআই নম্বর পরিবর্তন করে চড়া দামে বিক্রি করে দেওয়া হত।